প্রত্যাশা ছোঁয়া ফলাফল দেখা গেলো এবারের ৮৪তম অস্কারে। সবার ধারণা সত্য প্রমাণ করে সাদাকালো, নির্বাক সিনেমা ‘দি আর্টিস্ট’ জিতলো শ্রেষ্ঠ সিনেমা সহ সর্বোচ্চ পাঁচটি পুরস্কার। এক্ষেত্রে অবশ্য ‘হিউগো’-এর সঙ্গে ভাগাভাগি করতে হয়েছে এ অবস্থান। খবর এনডিটিভির।
এবার আসুন জেনে নিই ৮৪তম অস্কারের সেরা পাঁচ পুরস্কার
সেরা সিনেমা : দি আটির্স্ট
সেরা অভিনেতা : জিন দুজারদিন
সেরা অভিনেত্রী : মেরিল স্ট্রিপ
সেরা পরিচালক : মাইকেল হাজানাভিসিয়াস
সেরা চিত্রনাট্যকার : উডি অ্যালেন
সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতে সমান অবস্থানে আছে ‘দি আটির্স্ট’ এবং ‘হিউগো’। ‘দি আটির্স্ট’ সেরা সিনেমা ছাড়াও জিতেছে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সংগীত এবং সেরা পোশাকের পুরস্কার।
অন্যদিকে ‘হিউগো’ সেরা ভিজুয়াল ইফেক্টস, সেরা সাউন্ড মিক্সিং, সেরা সাউন্ড এডিটিং, সেরা শিল্প পরিচালনা এবং সেরা চিত্রগ্রহণ ক্যাটেগরিতে মোট ৫টি পুরস্কার জিতেছে।
এবার উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে, রেকর্ডের খাতায় নাম লেখালেন মেরিল স্ট্রিপ, ক্রিস্টোফার পামার ও দি আটির্স্ট এর অস্কার প্রাপ্তি এবং বিদেশী সিনেমা বিভাগে ইরানী সিনেমার প্রথমবারের মতো অস্কার জয়। আসগার ফারহাদি পরিচালিত ‘অ্যা সেপারেশন’ নামের পরিবারকেন্দ্রীক সিনেমাটি দিয়ে শুরু হলো ইরানের অস্কার যাত্রা। তৃতীয়বারের মতো অস্কার হাতে নিলেন মেরিল স্ট্রিপ। ৮২ বছর বয়সী ক্রিস্টোফার পামার সবচেয়ে বেশি বয়সী হিসেবে রেকর্ড করে এবার অস্কার হাতে নিয়েছেন। এর আগে জেসিকা টেন্ডি ৮০ বছর বয়সে জিতেছিলেন এ পুরস্কার।
সাদাকালো নির্বাক সিনেমা ‘দি আর্টিস্ট’ হচ্ছে ১৯২৯ সালের পরে অস্কার জেতা প্রথম নির্বাক সিনেমা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment