আজ দুপুরে হুমায়ূন ফরীদির ধানমন্ডির বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা দুইটায় বিটিভি কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর এফডিসিতে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মৃতদেহ বারডেমের হিমাগারে রাখা হবে। কাল সকাল ১০টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
দীর্ঘ অভিনয় জীবন পার করেছেন হুমায়ুন ফরীদি। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করে দেশ-বিদেশের লাখো-কোটি ভক্তের মনে আসন করে নিয়েছিলেন এ অভিনেতা।
হুমায়ূন ফরীদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিন আল দীনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ১৯৭৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্য উত্সব আয়োজনেরও প্রধান সংগঠক ছিলেন। এই উত্সবের মাধ্যমেই বিশ্ববিদ্যালয় অঙ্গনে তাঁর ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে তিনি সমগ্র বাংলাদেশে নাট্যব্যক্তিত্ব হিসেবে পরিচয় গড়ে তুলতে সক্ষম হন এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবে তিনি গ্রাম থিয়েটারের চট্টগ্রাম বিভাগের প্রধান হিসেবে কাজ করে খ্যাতি অর্জন করেন। তিনি ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে শুধু ঢাকায়ই নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন মঞ্চে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, হুমায়ূন ফরীদি মঞ্চনাটক, টিভি ও সিনেমায় অভিনয় করে স্বকীয় বৈশিষ্ট্য নির্মাণে সক্ষম হন এবং অভিনয়ে গুণগত পরিবর্তন অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উত্সবে সম্মাননা প্রদান করা হয়।
0 comments:
Post a Comment