আবহাওয়াবিদেরা বলছেন, আগামী বুধবার পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের তীব্রতা বাড়ায় ইতিমধ্যে বিভিন্ন দেশে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র, খাবারের ব্যবস্থা, জরুরি চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে। কোনো কোনো দেশে নামানো হয়েছে সেনাবাহিনী। বিভিন্ন শহরের কর্তৃপক্ষ উপাসনালয়ে গৃহহীনদের থাকার ব্যবস্থা করেছে।
মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় কেবল ইউক্রেনে ১০১ জনের মৃত্যু হয়েছে। ৯০০ ব্যক্তি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইউক্রেনজুড়ে এক হাজার ৬০০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ইউক্রেনের মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৭ জানুয়ারি তুষারপাত শুরুর পর এ পর্যন্ত ৫৩ হাজার লোক অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আশ্রয় নিয়েছে ১১ হাজার।
রোমানিয়ায় তীব্র ঠান্ডায় ২২ জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ডে সরবরাহ পাইপে পানি জমে যাওয়ার ফলে ৭০ হাজার লোক পানিবঞ্চিত হচ্ছে। ওই দেশে ঠান্ডায় ২৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়াসহ ১৮টি শহরে ১০০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। পূর্ব ইউরোপের উত্তরের তিন দেশে শীতের প্রকোপ না কমা পর্যন্ত অভিভাবকদের তাঁদের সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
জার্মানিতে ১৯৫৬ ও ১৯৮৬ সালের পর আবারও রেকর্ড পরিমাণ মাইনাস ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়ছে।
prothom-alo
0 comments:
Post a Comment