গত বুধবার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (এএএস) ২১৯তম সভায় উপস্থাপিত নতুন এক গবেষণার ফল থেকে এ কথা জানা গেছে। মনে করা হচ্ছে, গ্রহের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাও বাড়বে।
অল্প দিন আগেও আমাদের সৌরজগতের বাইরেই কোনো গ্রহের কথা জানতেন না বিজ্ঞানীরা। সেই অবস্থা থেকে মাত্র গত ১৫ বছরে তাঁরা সৌরজগতের বাইরে ৭০০ গ্রহ চিহ্নিত করতে পেরেছেন।
কিন্তু নেচার-এ প্রকাশিত গবেষণায় প্রমাণ মিলেছে,
আন্তর্জাতিক একটি গবেষকদল ‘গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং’ নামের এক পদ্ধতিতে কিছু গ্রহ চিহ্নিত করেছেন। ওই গ্রহগুলোর অস্তিত্ব এ ইঙ্গিত দিচ্ছে যে এ রকম আরও শত শত কোটি গ্রহ রয়েছে। ‘গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং’ পদ্ধতিতে অনেক দূরের তারার মাধ্যাকর্ষণ ব্যবহার করে তাদের আরও বহু দূরের তারার (গ্রহ আছে এমন) আলো বাড়িয়ে তুলে সেগুলোর ‘চিত্র’ ধারণ করা হয়। এএফপি ও বিবিসি।
0 comments:
Post a Comment