বাথরুমের
পর্দার ডিজাইন যদি সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের মতো হয় তবে ডিজিটাল
জীবনে আরেকটু বৈচিত্র্য আসে। সম্প্রতি লন্ডনভিত্তিক গিফট ডিজাইন কোম্পানি
স্পিনিং হাট বাথরুমের জন্য এক ধরনের পর্দা তৈরি করেছে যাতে ফেইসবুকের
পুরোনো ডিজাইনকে পর্দার আদল হিসেবে ব্যবহার করা হয়েছে। খবর এমএসএনবিসি-এর।স্পিনিং হাট-এর তৈরি করা এ পর্দার নাম ‘সোশাল শাওয়ার কারটেইন’। এ পর্দা সাধারণ পর্দার মতো হলেও পুরো অংশে ফেইসবুকের পুরোনো সংস্করণের থিমটি ফুটিয়ে তোলা হয়েছে আর প্রোফাইল ছবির স্থানটি স্বচ্ছ করে রাখা হয়েছে।
বাথরুমের ফেইসবুক পর্দার দাম ২৩ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment