পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সকাল সাড়ে ১০টায় অমল বোসকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাপোলোর কর্তব্যরত চিকিত্সক ১১টা ৫৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা অমলেন্দু বিশ্বাস ওরফে অমল বোসের জন্ম ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘রাজা সন্ন্যাসী’। সব মিলিয়ে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া অন্য উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে—‘মহুয়া’, ‘নীল আকাশের নীচে’, ‘সোনালী আকাশ’, ‘রঙিন গুনাই বিবি’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, রাজলক্ষ্মী শ্রীকান্ত ও ‘হাসন রাজা’।
অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন তিনি। সত্তরের দশকে অমল বোস পরিচালিত ছবিটি হচ্ছে ‘কেন এমন হয়’।
মৃত্যুকালে অমল বোস স্ত্রী, একমাত্র ও মেয়ের জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। prothom-alo
0 comments:
Post a Comment