যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলো ইরান।
কিন্তু রোববার যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরান সংলগ্ন হরমুজ প্রণালী পার হলেও দেশটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং শনিবার ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার হোসেইন সালামি রাষ্ট্রীয় ইরনা সংবাদ সংস্থাকে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির নিয়মিত ধারাবাহিকতার অংশ হিসেবেই তাদের রণতরী উপসাগরে প্রবেশ করেছে, শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নয়।
বাহরাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট রেবেকা রেবারিচ জানান, “কোনো ঘটনা ছাড়াই নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালী পার হয়েছে।”
গত ডিসেম্বরের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী হরমুজ প্রণালী পার হয়ে উপসাগরে প্রবেশ করলো। উপসাগর ছেড়ে যাওয়া বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেনিস এর বদলী হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন কে পাঠানো হয়েছে।
রণতরী স্টেনিস উপসাগর ছাড়ার পর ইরানের সেনাপ্রধান আয়তুল্লাহ সালেহি হুমকী দিয়ে বলেছিলেন, রণতরীটি আবার উপসাগরে ফিরে আসার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
“আমি যুক্তরাষ্ট্রের রণতরীটিকে সুপারিশ করছি, এটি যেন উপসাগরে আর ফিরে না আসে। আমি জোর দিয়ে বলছি, আমাদের একবারের বেশি দু’বার সতর্ক করার অভ্যাস নেই,” বলেছিলেন ইরানি সেনাপ্রধান।
ইরানের তেল রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলো ইরান। যুক্তরাষ্ট্র পাল্টা হুমকি দিয়ে বলেছিলো, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তারাও ব্যবস্থা নিতে বাধ্য হবে।
আন্তর্জাতিক সমুদ্র পথগুলো উন্মুক্ত রাখার জন্য নিয়মিত টহল দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment