জাপানি
ইলেকট্রনিক জায়ান্ট ফুজিৎসু এবারের সিইএস মেলায় পানিরোধী ট্যাবলেট এবং
স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি ডিভাইস পানির
মধ্যে ডুবিয়ে রাখলে বা বাথরুমে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। খবর
ম্যাশএবল-এর।লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় পানিরোধী ডিভাইস দেখালেও কি প্রযুক্তি তারা ব্যবহার করছে সে বিষয়ে মুখ খোলেনি।
১০.১ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডচালিত ফুজিৎসু ট্যাব চলতি বছরেই জাপানের বাজারে পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment