দুবাইতে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী এই তরুণীর নাম মরিয়ম আল সাফার। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তিনি ইউএই’র মেট্রোট্রেনের চালক হিসেবে চাকরি পেয়েছেন। শুধু ইউএইতেই নয়, পুরো মধ্যপ্রাচ্যেই তিনিই প্রথম নারী ট্রেনচালক।
অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ট্রেন চালিয়ে যাচ্ছেন মরিয়ম। যদিও এই পেশায় আসার আগে পরিবারের কাছ থেকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
প্রথম নারী হিসেবে ট্রেন চালনার সুযোগ পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছেন মরিয়ম। মধ্যপ্রাচ্যের অনেক দেশে নারীদের গাড়ি চালানোরও অনুমতি নেই। সম্প্রতি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। সে জায়গায় তিনি বিশাল একটি ট্রেন নিয়ে ছুটছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিয়ম বলেন, ‘আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কোনো কিছুতেই আমি ভয় পাই না। আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি এবং আমার পেশাই আমার কাছে সবকিছু।’
মরিয়ম আরও বলেন, ‘এই পেশায় এসে মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, সেটি বুঝতে পারছি। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, সে বিষয়টিও আমার আয়ত্তে চলে আসছে।’ অবিবাহিত মরিয়ম বলেন, ‘প্রত্যেকের একটি লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত।’ prothom-alo
0 comments:
Post a Comment