যুক্তরাজ্যের এ শিক্ষানবিশ গাড়িচালকের বয়স ২৮ বছর। এ জীবনে তিনি গাড়িচালনাসংক্রান্ত ৯২টি লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। আর প্রতিটিতেই অকৃতকার্য হয়েছেন। এমনকি এ কারণে লিস্টার সিটির এই যুবককে এখন পর্যন্ত গাড়ির স্টিয়ারিং হুইলও ধরতে দেওয়া হয়নি।
দ্য সান বলেছে, চার বছর ধরে ওই যুবক লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে তাঁর প্রায় তিন হাজার পাউন্ড (তিন লাখ টাকার বেশি) খরচ হয়েছে। তবু তিনি আশা ছেড়ে দেননি। লাইসেন্স পেতে পরীক্ষা দেওয়া চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এক ঘণ্টার লিখিত পরীক্ষায় সড়ক আইনের ওপর বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া ভিডিও দেখে রাস্তার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পরীক্ষাও নেওয়া হয়। কিন্তু ওই যুবক এর একটিতেও পাস করেননি।
লাইসেন্সপ্রাপ্তির আইন অনুযায়ী, লিখিত পরীক্ষায় পাস না করলে কেউ ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারে না। টাইমস অব ইন্ডিয়া।
0 comments:
Post a Comment