ডেইলি মেইলের আরেক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের মেডিসন এভিনিউ এলাকায় মিশেল সম্প্রতি ওই কেনাকাটা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাতারের রানি শেখ মোজাহ। মিশেলের কেনাকাটা উপলক্ষে সেদিন মেডিসন এভিনিউ এলাকার কিছু অংশ বন্ধও রাখা হয়।
এজেন্ট প্রভোকেটার কর্তৃপক্ষ বলেছে, গত ৪৩ সপ্তাহ পর্যন্ত তাদের বেচা-বিক্রি সাড়ে ১২ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এমনকি বড়দিনের সময়েও এমনটা ছিল না। ডেইলি সানের খবরে বলা হয়, ওই শোরুমে মিশেলের কেনাকাটার পর সেখান থেকে অন্তরীয় কেনার হিড়িক পড়ে গেছে।
তবে এজেন্ট প্রভোকেটারের প্রধান নির্বাহী গ্যারি হোগার্থ তাঁদের ক্রেতার তালিকায় মিশেল ওবামা আছেন কি না, তা পরিষ্কার করে বলেননি। অবশ্য তিনি ডেইলি মেইলকে বলেন, তাঁদের ব্র্যান্ডের ক্রেতার মধ্যে নামীদামি বহু বিখ্যাত মার্কিন সেলিব্রেটি আছেন। prothom-alo
0 comments:
Post a Comment