বিশ্বের সবচেয়ে সহিংসতাপ্রবণ ৫০টি শহরের ৪০টিরই অবস্থান ল্যাতিন আমেরিকায়। আর একক দেশ হিসেবে ব্রাজিলের সর্বাধিক ১৪ শহর এই তালিকায় রয়েছে।
মেক্সিকোর চিন্তাবিদদের একটি সংস্থা সিটিজেন’স কাউন্সিল ফর পাবলিক সিকিউরিটি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এই তালিকা তৈরি করে বলে এনডিটিভির এক খবরে জানা গেছে।
হন্ডুরাসের সান পেদ্রো বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ শহর। শহরটিতে খুনের হার প্রতি ১ লাখে ১৫৮ দশমিক ৮৭ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর জুয়ারেজ শহর। এই শহরে খুনের হার প্রতি লাখে ১৪৭ দশমিক ৭৭ জন।
প্রতি লাখে ১৩৫ দশমিক ২৬ খুনের হার নিয়ে ব্রাজিলের অ্যালাগোয়াস প্রদেশের রাজধানী মেসিও এই তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে।
ব্রাজিলেরও অপর দুটি শহর বেলেম ও ভিটোরিয়া যথাক্রমে ১০ম ও ১৭ তম স্থানে ঠাঁই পেয়েছে। ব্রাজিলের অধিকাংশ সহিংসতাপূর্ণ শহরগুলোর অবস্থান দেশটির অনুন্নত উত্তরপশ্চিমাঞ্চলীয় অংশে।
ব্রাজিলের নয়টি প্রাদেশিক রাজধানীসহ আরো ছয়টি শহরকে সহিংসতাপূর্ণ বলে তালিকাভুক্ত করা হয়েছে।
তবে দেশটির সর্ববৃহৎ দু’টি শহর সাও পাওলো এবং রিও দি জেনেরিও ৫০ শহরের এই তালিকায় নেই।
বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ ৫০ শহরের তালিকায় স্থান পাওয়া শহরগুলোর ৪০টিই ল্যাটিন আমেরিকার।
এগুলোর মধ্যে ১২টির মেক্সিকোর এবং পাঁচটি কলাম্বিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment