মেষ রাশি (যাদের জন্ম ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল -এর মধ্যে): অস্থিরতা আর উচ্চ বিলাসীতা আপনার স্বভাবজাত বৈশিষ্ট্য। তাই যৌথ ব্যবসার সুযোগ আসলেও এড়িয়ে চলা উচিৎ। কেননা অন্যরা তাল মিলাতে না পেরে প্রতারণার আশ্রয় নিতে পারে। জানুয়ারির শুরুতে আর্থিক মন্দা থাকলেও শেষের দিকে কেটে যাবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাদের জন্য ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট অনুকূল সময় হলেও নভেম্বরে গিয়ে ঝুঁকি না নেয়াই বুদ্ধির পরিচায়ক হবে। চাকরী প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসার সম্ভাবনা আছে মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তবে ডিসেম্বরেও অনেক মেষ জাতক-জাতিকা চাকরী নামক সোনার হরিণ বগল দাবা করে মুস্কি হাসার সুযোগ পাবেন। আর যারা বিদেশ যেতে ইচ্ছুক, তাদের জন্য মার্চ, জুলাই, আগস্ট এবং ডিসেম্বর মাস শুভ হয়ে দেখা দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যে আপনার যে কোন সফলতাই নির্ভর করবে আপনার অস্থিরতা নিয়ন্ত্রণের দক্ষতার উপর।
বৃষ রাশি (যাদের জন্ম ২০ এপ্রিল থেকে ২০ মে -এর মধ্যে): আপনি বাস্তববাদী এবং পরিশ্রমে বিশ্বাসী। তাই অনৈতিক লেনদেন বা অবৈধ ব্যবসার অফার আসলে তার প্রতি ঝোঁকে পড়ার সম্ভাবনা আছে। তবে সে দিকে না যাওয়াই ভাল। চাকরী প্রার্থীদের হতাশ হওয়ার কিছু নেই। বছরের শুরুর দিকে সফলতা না আসলেও মে মাস থেকে সফল হওয়ার সম্ভাবনা প্রবল হবে। বিদেশ যেতে চাইলে বছরের প্রথম থেকে সিদ্ধান্ত নিন। জানুয়ারি, এপ্রিল এবং জুন আপনার বিদেশ যাওয়ার জন্য অনুকূল সময়। তবে নভেম্বরেও সুযোগ আসতে পারে। লটারি, শেয়ার মার্কেট কিংবা উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে জুন, জুলাই এবং নভেম্বরে। যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য উপযুক্ত সময় হতে পারে জানুয়ারি এবং জুন। তবে ডিসেম্বর আপনার পরিশ্রমের স্বীকৃতি ও প্রশংসা বার্তা আসার সম্ভাবনাই বেশি।
মিথুন রাশি (যাদের জন্ম ২১ মে থেকে ২০ জুন -এর মধ্যে): স্ববিরোধিতা এবং স্পর্শকাতরতার জন্য পরিচিত মহলে একই সঙ্গে আপনি পছন্দনীয় এবং ঘৃনিত। তবে পরিশ্রম আপনাকে সফলতা এনে দিবে। তাছাড়া বছর শুরুর মাস জানুয়ারি আপনার সাথে বৈরী আচরণ করার আশঙ্কা রয়েছে। শেয়ার মার্কেট কিংবা যে কোন ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট এবং নভেম্বর দূরে থাকাই ভাল। চাকরীসন্ধানীরা জুলাই, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে ভাল খবর আশা করতেই পারেন। এ বছর আপনার বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরী নিয়ে বিদেশ যেতে চাইলে জুন, নভেম্বর এবং ডিসেম্বর আপনার জন্য অত্যন্ত অনুকূল সময়। যৌথ ব্যবসা থেকে দূরে থাকাই আপনার জন্য কল্যাণকর। তবে নিজের ব্যবসা শুরু করতে পারেন জুন কিংবা ডিসেম্বরে।
কর্কট রাশি (যাদের জন্ম ২১ জুন থেকে ২২ জুলাই -এর মধ্যে): শক্তি এবং চঞ্চলতার জন্য সহজেই আপনাকে আলাদা করে চেনা যায়। তাই একটু ধৈর্য্য ধরে চেষ্টা করুণ, সফলতা আসবে। মে, জুন, জুলাই এবং সেপ্টেম্বর চাকরী প্রার্থীদের জন্য সুখবর নিয়ে অপেক্ষা করছে। ভাগ্য গড়ার সন্ধানে যারা বিদেশ যেতে চান, তাদের জন্য মার্চ, এপ্রিল এবং আগস্ট অত্যন্ত ভাল সময়। ব্যবসা শুরু করতে চাইলে পরিকল্পনা করুন ফেব্রুয়ারি থেকেই। জানুয়ারিতে বেশ কিছু অর্থ প্রাপ্তি বা ভাল কোন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে কাজে লাগাতে পারলে এ বছরটা আপনার জন্য চমৎকার সময় হয়ে দেখা দিতে পারে। যারা সৃজনশীল কাজে নিমগ্ন আছেন, তারা নভেম্বরে কাজের স্বীকৃতি পাওয়ার আশা করতেই পারেন। তবে যৌথ ব্যবসা কিংবা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে আপনাকে সর্তক হতে হবে। অন্যাথায় প্রতারণার শিকার হতে পারেন।
সিংহ রাশি (যাদের জন্ম ২৩ জুলাই থেকে ২২ আগস্ট -এর মধ্যে): আপনি দৃঢ়চিত্ত এবং ইতিবাচক চিন্তার প্রতীক। জানুয়ারির শুরুটা আপনার জন্য তেমন ভাল না হলেও মাঝামাঝি থেকে চাকরী কিংবা ব্যবসার জন্য অনুকূল। ফেব্রুয়ারিতে প্রাইজবন্ড কিংবা লটারির মত বিষয় থেকে অর্থ প্রাপ্তির যুগ আছে। চাকরীপ্রার্থীদের জন্য সুখবর আছে জানুয়ারি, এপ্রিল, জুন, জুলাই মাসে। বিদেশ যেতে ইচ্ছুকদের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। তবে আপনার জন্য প্রবাসে যাওয়ার ভাল সময় হচ্ছে ফেব্রুয়ারি, এপ্রিল, অক্টোবর এবং নভেম্বর। ব্যবসায় হাত দিতে পারেন ফেব্রুয়ারি, এপ্রিল, জুন নভেম্বর এবং ডিসেম্বরে। আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর-ডিসেম্বর। সেপ্টেম্বরের দিকে অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপ আসতে পারে। তবে সেটা নেয়ার আগে স্বাস্থ্যের দিকে নজর দিন, তাহলেই বছরটা ভাল কাটবে বলেই আশা করা যায়।
কন্যা রাশি (যাদের জন্ম ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর -এর মধ্যে): বর্ণিল এবং কর্মময় জীবন কন্যাদের। শৃঙ্খলা এবং সময়জ্ঞান আপনাকে সফলতার পথে এগিয়ে দিবে। অন্তত গত দু’টি বছর আপনি একটা অশুভ চক্রের আবর্তে পাক খেয়েছেন। এ বছর সেই কালো মেঘ কেটে সোনালি রোদের দেখা পেতে যাচ্ছেন। তাই যে কোন সময় অপ্রত্যাশিত ভাল কিছুর দেখা পেতেই পারেন। জানুয়ারি মাস আপনার জনপ্রিয়তা আর সম্মান বৃদ্ধির বার্তা নিয়ে অপেক্ষা করছে। এপ্রিলে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর আপনার জন্য অত্যন্ত ইতিবাচক সময়। এ সময় আপনি ব্যবসাও শুরু করতে পারেন। তবে যৌথব্যবসা হলে নিজের সম্পৃক্ততা যতটা বেশি হবে ততই মঙ্গল। চাকরী প্রার্থীদের জন্য জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর উপযুক্ত সময়। সব মিলিয়ে এ বছরটা আপনার জন্য মনে রাখার মতই হবে।
তুলা রাশি (যাদের জন্ম ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর -এর মধ্যে): মানসিক শক্তি এবং ন্যায়পরায়ণতার জন্য আপনি অনন্য। এ বছরটাকে আপনার জন্য একটু বৈরী সময়ই বলতে হয়। যাদের এক সময় উপকার করেছেন তাদের কারো দ্বারা প্রতারিত হওয়ার অশঙ্কা আছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। ব্যবসা করতে চাইলে জানুয়ারি থেকেই শুরু করতে পারেন। চাকরী সন্ধানকারীরা সফলতার মুখ দেখতে পারেন এপ্রিল, মে এবং ডিসেম্বর মাসে। লটারি কিংবা উত্তরাধিকার সূত্রে অর্থ আসতে পারে আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে। বিদেশ যেতে ইচ্ছুকদের সুযোগ আসার সম্ভাবনা আছে মার্চ, সেপ্টেম্বর এবং নভেম্বরে। বৈরী হলেও বছরটাকে শেষ পর্যন্ত একেবারে ফেলনা মনে হবে না।
বৃশ্চিক রাশি (যাদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর -এর মধ্যে): নিবির চিন্তাশক্তি আপনার বিশেষ গুণ। এর সঙ্গে পছন্দের পেশা যোগ হলে তো আর কথাই নেই। বছর শুরুর মাসটিই আপনাকে বিদেশ গমন কিংবা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিতে পারে। ফেব্রুয়ারি, এপ্রিল, মে, জুন, আগস্ট, অক্টোবরেও অর্থ প্রাপ্তির শুভ যুগ রয়েছে। ব্যবসা শুরু করার জন্য এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর আপনার অনুকূল সময়। যারা চাকরী খোঁজছেন তারা ফেব্রুয়ারিতেই শুভ সংবাদ পেতে পারেন। তবে যারা এসময় সুযোগ হাত ছাড়া করবেন তাদেরও হতাশ হওয়ার দরকার নেই। আগস্ট এবং নভেম্বরেও সুযোগ আসবে। অক্টোবর কিংবা তার পরের দিকে অবৈধ ব্যবসার অফার আসতে পারে, সেটা থেকে দূরে থাকতে পারলে বছরটা ভালভাবেই শেষ করতে পারবেন আশা করা যায়।
ধনু রাশি (যাদের জন্ম ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর -এর মধ্যে): জন্মগতভাবেই অনুসন্ধানপ্রিয় এবং জীবনবাদী মানুষ আপনি। ২০১২ সালেও এই দৃষ্টিভঙ্গী অব্যাহত থাকবে। জানুয়ারিতেই ধনু জাতক-জাতিকাদের চাকরী পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা চলমান থাকবে ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়েই। প্রভাবশালী কারো সহায়তায় মে মাসেও চাকরী পাওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘ দিন চেষ্টা করেও যারা কাজের সন্ধানে বিদেশ যেতে পারছিলেন না, এ বছর তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। বিশেষ করে মে, জুন এবং জুলাই মাসে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ সহজ হবে। ব্যবসা শুরু করতে চাইলেও এ বছরটি আপনার উপযুক্ত সময়। তবে ফটকা ব্যবসা কিংবা যৌথব্যবসা থেকে আপনার দূরে থাকাই ভাল। বছরের দ্বিতীয়ার্ধে কাজের চাপ বাড়তে পারে। তাই স্বাস্থ্যের দিকে আলাদা করে দৃষ্টি রাখতে হবে।
মকর রাশি (যাদের জন্ম ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারী -এর মধ্যে): মকর জাতক/জাতিকা হিসাবে আপনি সুদৃঢ় এবং সিরিয়াস মনোভাবের মানুষ। তাই সমাজে প্রতিষ্ঠিত হতে আপনার নিজের গুণই যথেষ্ট। অতএব উপযুক্ত সময়ের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। চাররী প্রার্থীরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে ভাল সুযোগ পাবেন। যারা ব্যবসা করতে চান তাদের জন্য জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস অপেক্ষা করাই ভাল হবে। কেননা মার্চ-এপ্রিল মাস আপনার ব্যবসা শুরুর জন্য অনুকূল সময়। মে, জুন নভেম্বর এবং ডিসেম্বরে ব্যবসা শুরু করলেও উন্নতি করা সহজ হবে। চাকরী নিয়ে বিদেশ যেতে চাইলে আপনার জন্য ভাল সময় হবে মে, জুন, জুলাই। তবে যে পেশাতেই যুক্ত হন না কেন, কিছু চ্যালেঞ্জ আসবেই এবং বছর শেষে নিজেকে একজন স্বনির্ভর মানুষ হিসাবেই দেখার সুযোগ পাবেন।
কুম্ভ রাশি (যাদের জন্ম ২০ জানুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী -এর মধ্যে): প্রগতিশীল চিন্তা ধারার মানুষ হিসাবে বৈরী পরিবেশেও নিজেকে প্রতিষ্ঠিত করার সামর্থ আপনার আছে। তাছাড়া ভাগ্যও আপনার পক্ষে রয়েছে। ২০১২ সাল আপনার জন্য একটি অর্জনের বছর হিসাবেই চিহ্নিত হওয়ার কথা। অনেকেই আগস্ট থেকে ডিসেম্বরে চাকরী পেতে যাচ্ছেন। যারা কাজের সন্ধানে বিদেশ যাওয়ার জন্য ঘুরে ঘুরে এতদিন হয়রান হচ্ছিলেন তারা একটু সতর্কভাবে চেষ্টা করলেই এ বছর সফল হবেন। তবে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন মাসে যে কোন লেনদেনে অধিক সতর্ক হতে হবে। তা নাহলে প্রতারণার শিকার হতে পারেন। ব্যবসা শুরু করতে পারেন জুন-জুলাই মাসে। তবে সেপ্টেম্বরে যৌথব্যবসায় লাভবান হওয়ার সুযোগ থাকবে।
মীন রাশি (যাদের জন্ম ১৯ ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ -এর মধ্যে): বন্ধুভাবাপন্ন হিসাবে মীন জাতক-জাতিকাদের সুনাম আছে। আর এ গুণের কারণেই আপনি কঠিন মুহুর্তগুলোকেও সহজ করে নিতে পারেন। ২০১২ সালের জানুয়ারি, এপ্রিল এবং অক্টোবর আপনার জন্য বিদেশে যাওয়ার ভাল সময়। তবে দেশেই চেষ্টা করলে চাকরী পেতে পারেন জানুয়ারি, মার্চ, এপ্রিলে, মে এবং অক্টোবরে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার জন্য লটারির বা ফটকা ব্যবসায় লাভ করার সুযোগ থাকবে। এ সময় যৌথব্যবসাতেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। অক্টোবর এবং আগস্টে ব্যবসা শুরু করলেও সফল হবেন। তবে যে কোন প্রাপ্তির কারণেই হোকনা কেন এ বছরের এপ্রিল মাসটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
0 comments:
Post a Comment