আজ বাদ আসর ইজতেমার মূল মঞ্চে যৌতুকবিহীন ৯১টি বিয়ে পড়ানো হবে। সকাল থেকেই আগ্রহীরা ইজতেমার মুরব্বিদের কাছে নাম লেখাচ্ছেন।
১৩ থেকে ১৫ জানুয়ারি ছিল ইজতেমার প্রথম পর্ব। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী জানান, এ দফায় প্রায় চার হাজার রোগীকে সরকারিভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।