কুবফেস তৈরির জন্য অভিযুক্ত রাশিয়ান এ দলটিকে সেইন্ট পিটার্সবার্গ পর্যন্ত ট্র্যাক করেন ফেইসবুক এবং কম্পিউটার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞরা।
সফোস-এর পক্ষে তদন্তকারী বিশেষজ্ঞরা বলছেন, অভিযুক্তদের সোশাল নেটওয়ার্কিং প্রোফাইল ঘেঁটে দেখা গেছে তারা খুবই বিলাসবহুল জীবনযাপন করে।
ফেইসবুকের চিফ সিকিউরিটি অফিসার জো সুলিভান বলেছেন, যারা সোশাল নেটওয়ার্কিং সাইটে স্প্যাম ছড়ানোর কাজ করছে তারা আমাদের টার্গেটেই রয়েছে।
২০০৮ সালে কুবফেস নামে ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ে। ম্যালওয়্যারটি ফেইসবুকসহ অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটে নকল মেসেজ পাঠাতে থাকে। লিংকে ক্লিক করা হলে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য বন্ধুর পেজে তা মেসেজ পাঠাতে থাকে এবং অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যার আপডেট করতে বলে। যারা প্রতারণার শিকার হয়ে ক্লিক করেন তাদের কম্পিউটারে বটনেট আকারে ম্যালওয়্যারটি স্থায়ী জায়গা করে নেয়। এরপর উইন্ডোজ বা ম্যাক যেকোনো কম্পিউটারেই নকল অ্যান্টিভাইরাসের বিজ্ঞাপন দিতে থাকে। গুগল সার্চের ট্রাফিকও ভাইরাসভর্তি ওয়েবসাইটে নিয়ে যায়।
ক্যাসপারস্কি ল্যাবের তথ্য অনুসারে, ২০১০ সালে বটনেট ছড়িয়েছে ৮ লাখ কম্পিউটারে। ২০০৯ সালের জুন থেকে ২০১০ সালের জুন পর্যন্ত কুবফেস দলটির পকেটে ঢুকেছে ২০ লাখ ডলারেরও বেশি অর্থ।
৫ জন সদস্যের এ দলটি বিষয়ে তদন্ত করে সফোস-এর ব্লগে প্রকাশ করা হলেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment