রাসেল জো, নি-ইও, জাস্টিন টিম্বারলেক, ব্রুনো মার্স ও চার্লি শিনের মতো তারকাদের পেছনে ফেলে ৯১ শতাংশ ভোট পেয়ে তিনি এই সম্মানজনক খেতাব অর্জন করেন। ‘দ্য টেলিগ্রাফ’ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয়বারের মতো আয়োজিত হেডওয়্যার অ্যাসোসিয়েশনের ‘হ্যাট পারসন অব দ্য ইয়ার’ অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের বধূ মিডলটনকে এই খেতাব দেওয়া হয়। এর আগে ব্রাড পিট ও জনি ডেপ এই খেতাব লাভ করেন।
গত বছরের এপ্রিলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের পর থেকে মিডলটনের জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন খেতাব পান। ২০১১ সালে তিনি বেস্ট ড্রেসড, কুইন অব হাই স্ট্রিট, বেস্ট ম্যানারড পারসন, হেয়ার আইকন, মোস্ট স্টাইলিশ সেলিব্রেটি ব্রাইড, বিউটি স্টার অব ২০১১ ইত্যাদি খেতাব পান।
হেডওয়্যার অ্যাসোসিয়েশন নিউইয়র্কের অন্যতম একটি ফ্যাশন শিল্পপ্রতিষ্ঠান। এটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। prothom-alo
0 comments:
Post a Comment