লস অ্যাঞ্জেলেসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান নেট ডি সেন্ডারস ওই নিলামের আয়োজন করেছে। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ইউরোপীয় একজন ইহুদির প্রশংসা করে আইনস্টাইনের লেখা একটি চিঠি নিলামে প্রায় ১৪ হাজার ডলারে বিক্রি করেছে।
ত্রিশের দশকে নাৎসিবাদের বিরুদ্ধে সিনসিনাটিভিত্তিক আমেরিকান-জার্মান গোষ্ঠী ফ্রেন্ডস অব ট্রুথের কাছে ওই চিঠিগুলো লিখেছিলেন আইনস্টাইন। একটি চিঠিতে তিনি গোষ্ঠীটিতে ইহুদিদের যোগদানের অনুমতি না দেওয়ার প্রশংসা করেছেন। এর কারণ হিসেবে আইনস্টাইন বলেছেন, ইহুদিদের সদস্য করলে গোষ্ঠীটির নাৎসিবিরোধী বার্তা দুর্বল হয়ে পড়ত।
১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে যান আইনস্টাইন। ১৯৩৪ সালের আগস্টে ওই গোষ্ঠীর সদস্য হ্যামেলবার্গকে আইনস্টাইন লেখেন, ‘আমি আপনার সংশ্লিষ্টতাকে স্বাগত জানাচ্ছি।’ এএফপি। prothom-alo
0 comments:
Post a Comment