জাপান-এর
সাইবার অস্ত্র তৈরির পরিকল্পনা সম্প্রতি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে দেখা
গেছে, জাপান এমন একটি ভাইরাস তৈরি করছে যা অন্যসব ভাইরাসকে দমন করবে। খবর
ভি৩ অনলাইন-এর।জাপানি সংবাদমাধ্যম ইয়োমিউরি সিমবুন-এর প্রতিবেদন বলছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার অস্ত্র তৈরি করেছে যা যেকোনো ধরনের সাইবার হামলা প্রতিহত করবে এবং পাল্টা হামলা হিসেবে আক্রমণকারীর কম্পিউটারে ফেরত পাঠাবে। ম্যালওয়্যারের উৎস ধ্বংস করে আক্রান্ত কম্পিউটারকে অচল করে দিতে সক্ষম হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে জাপান সরকার ৩ বছরের প্রকল্প নিয়ে এ অস্ত্র তৈরির কাজ শুরু করেছিলো। অস্ত্র তৈরিতে সাহায্য করেছে জাপানি টেক জায়ান্ট ফুজিৎসু।
এ অস্ত্রটি পরীক্ষাও সফল হয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment