আজ শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া শহরের রামগোপাল মজুমদার লেনের একটি বাসায় এ নিষ্ঠুর ঘটনা ঘটে। আহকামুলকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
আহকামুল স্থানীয় একটি মানবাধিকার সংস্থা ‘পালক’-এর প্রোগ্রাম অফিসার। আর তানজিদা শহরের একটি কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের ছাত্রী।
তানজিদার মা রাকিমা প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমার মেয়ে দুনিয়ার লক্ষ্মী মেয়ে। সকালে ঘুম থেকে উঠে পুতুল-হাঁড়ি-পাতিল নিয়ে খেলা করছিল। মেয়ের চিত্কার শুনে ঘরে গিয়ে দেখি তানজিদার গলা টিপে ধরে আছে আহকামুল। ছাড়ানোর চেষ্টা করলেও মেয়েকে বাঁচাতে পারিনি।’
পরে তানজিদাকে নিয়ে জেনারেল হাসপাতালে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
তানজিদার বাবা আহকামুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি আমার মেয়েকে কোরবানি দিয়েছি।’ কেন দিয়েছেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। এ সময় তিনি তাঁর আত্মীয়স্বজনদের উদ্দেশ্যে বলেন, ‘মেয়েকে দাফন করার ব্যবস্থা করো।’
আহকামুলের ভাই আহসানুল আলম বলেন, তাঁর ভাইয়ের মাথায় সমস্যা আছে। এ কারণে তাঁর চিকিত্সাও করানো হচ্ছে। মাঝেমধ্যে ভালো থাকে, আবার মাঝেমধ্যে খারাপ হয়ে যায়।
আহকামুলের স্ত্রীও তাঁর স্বামীর মাথার সমস্যার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সে ওষুধ খেত।’ তবে একমাত্র মেয়েকে মেরে ফেলাটাকে তিনি মানতে পারছেন না।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বাবাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।