গুগল সম্প্রতি জানিয়েছে, আসছে মার্চ মাসের ১ তারিখ থেকে ব্যবহারকারীরা গুগল প্লাস প্রোফাইল থেকে ইন্টারেস্ট বা ব্যবহারকারীর আগ্রহের বিষয়বস্তুর উপর নির্ভর করে গুগল সার্চ, ইউটিউব ও অন্যান্য গুগল প্রোডাক্টে সার্চ ফলাফল দেখানো হবে। এর ফলে, একই সার্চ টার্ম ব্যবহার করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ফলাফল দেখতে পাবেন।
গুগল দাবি করেছে, নতুন এই সার্চ পদ্ধতির ফলে ব্যবহারকারীদের গুগল সেবাসমূহের অভিজ্ঞতা আরও ভালো হবে।
তবে এ বিষয়ে বিশ্লেষক অ্যান্ডি কেলেট দ্বিমত পোষণ করে বলেছেন, ‘আমি এই সপ্তাহে একটি বিষয়ে আগ্রহ দেখাতে পারি যা আগামী সপ্তাহে আমার কাছে আর তেমন ইন্টারেস্টিং মনে নাও হতে পারে। সেক্ষেত্রে গুগল কীভাবে বুঝতে কখন আমার ইন্টারেস্ট বা আগ্রহ কী নিয়ে?’
তিনি আরও বলেছেন, ব্যবহারকারীদের জন্য এই পদ্ধতি বন্ধ করার কোনো উপায় নেই, যা নতুন প্রাইভেসি পলিসির সবচেয়ে খারাপ দিক। এর ফলে ব্যবহারকারীরা কোনো ব্যবহারকারী যদি একটি গুগল সার্ভিসে নিজের এমন কোনো আগ্রহের বিষয় প্রকাশ করেন যা অন্য কোথাও তিনি প্রকাশ করতে চান না, ঘটনাক্রমে গুগলের নতুন পলিসি অনুসারে তার ইন্টারেস্ট প্রকাশ হয়ে যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment