
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আধুনিক বিমূর্ত ধারার চিত্রশিল্পী হলেন ক্লিফোর্ড স্টিল। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে ১৯০৪ সালে তিনি জন্ম নেন। ১৯৮০ সালে এ শিল্পী ডেনবার নগরে মৃত্যুবরণ করেন। ক্লিফোর্ডের মৃত্যুর পর তাঁর চিত্রকর্ম সংরক্ষণে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। গত বছর তাঁর চিত্রকর্মের প্রথম নিলামে ১০ কোটি ১৪ লাখ টাকার জোগান এসেছে ডেনবার মিউজিয়ামের জন্য।