সম্প্রতি
একটি শোরুমের উদ্বোধনের জন্য কেরালা গিয়েছিলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান।
সেখানে ভক্তদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তার আলোচিত ছবি ‘রা.ওয়ান’-এর জনপ্রিয়
গান ছাম্মাক ছাল্লোর সঙ্গে নাচেন তিনি। সে সময় তার সঙ্গে আরো নেচেছেন
স্বল্পবসনা কয়েকজন নারী শিল্পী। ব্যস এতেই তার বিরুদ্ধে ইভটিজিংয়ের মামলা
ঠুকে দেওয়া হয়েছে। কিং খান এবং অনুষ্ঠান আয়োজকের নামে দায়ের করা এই মামলা
গ্রহণও করেছে কেরালা পুলিশ। খবর পিটিআই- এর।ম্যাথু সাজু পুল্লুভাজি নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কেরালার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ ইজাস এই মামলাটি করেন।
ভারতের ‘ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট ১৯৮৬’ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে। এই আইনের ৩, ৬ এবং ৩৪ নম্বর ধারা অনুযায়ী নারীদের সম্মানহানীকর অশালীন গান এবং অভিনয় করা এবং অনেক মানুষের জমায়াতে এ ধরনের কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। আর তাই এই অপরাধের দায়ে কিং খান এবং শোরুমটির মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে শাহরুখ ঠিক কি ধরনের শাস্তি পাবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বিডিনিউজটোয়েন্টফোরডটকম



0 comments:
Post a Comment