বলিউডি
অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সময়ের মূল্য মনে হচ্ছে একটু বেশিই। আর তাইতো
নতুন বছরের অনুষ্ঠানে নচার জন্যই প্রতি মিনিটে ৪ লাখ রুপি আয় করবেন এই
তারকা। খবর ওয়ানইন্ডিয়া’র। মুম্বাইয়ের একটি হোটেলে এ বছরের শেষ রাতে আধা ঘন্টার জন্য নাচতে রাজী হয়েছেন মল্লিকা। তবে লাস্যময়ী মল্লিকা যাতে আর একটু বেশি সময় ধরে নাচেন, সে উদ্দেশ্যেই তার দাম এভাবে বাড়িয়ে দিয়েছেন আয়োজকরা।
এদিকে, আয়োজক প্রতিষ্ঠানগুলো খুব বেশি অর্থ খরচ করবে না বলে এবারের বর্ষবরণ অনুষ্ঠানগুলো থেকে বলিউডের নামী-দামী তারকারা নিজেদেরকে একরকম সরিয়েই রেখেছেন। আর সেখানে এমন চমকজাগানীয়া অঙ্কের অর্থ নিজের পকেটে পুরছেন মল্লিকা!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment