স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কাজ করা নিয়ে এবং অর্থ-সংক্রান্ত বিষয় ছাড়া শাশুড়ির কারণে অধিকাংশ সময়ে ঝগড়া-ঝাঁটি হয়। এটা আমাদের এই সমাজে যেমন সত্য, তেমনি যুক্তরাজ্যেও। এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের দম্পতিদের মধ্যে ঝগড়ার অন্যতম প্রধান কারণ শাশুড়ি। অর্থাত্ পরিবারের শাশুড়ির উপস্থিতি স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া বাধিয়ে দেয়।
দুই হাজার বিবাহিত লোকের মধ্যে এ জরিপ চালানো হয়। জরিপে দেখা যায়, টাকা-পয়সা এবং পরিবারের গৃহস্থালি বিষয় নিয়ে বিভিন্ন সমস্যাসহ সংসারের খুঁটিনাটি বিষয়ে বিবাহিতদের মধ্যে ঝগড়া বাধে।
ইলেকট্রনিকস পণ্য সামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান ফিলিপসের এক গবেষণায় দেখা গেছে, অর্থের স্বল্পতা এবং কম সঞ্চয়ের মনোভাবসহ নারীদের নানা সাংসারিক কর্তব্য নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ছাড়া শীর্ষস্থানীয় ১০টি কারণের মধ্যে রয়েছে মদে আসক্তি, কাপড় ধোয়া নিয়ে সমস্যা, টিভিতে কী দেখা হবে, তা নিয়ে সমস্যা এবং বাইরে বেরোনোর সময় দেরিতে বের হওয়া নিয়েও বিবাহিতদের মধ্যে বেধে যায় ঝগড়া।
গবেষকেরা আরও দেখিয়েছেন, প্রতি ১০ জনে একজন দম্পতি প্রতিদিন ঝগড়া করেন এবং প্রতি ২০ জনে একজন মাঝেমধ্যেই নিজেদের মধ্যে ঝগড়া করে থাকেন। ডেইলি মেইল।
0 comments:
Post a Comment