লেক্সাস সিটি হাইব্রিড গাড়ি থেকে ২ হাজার যন্ত্রাংশ বেছে নিয়ে মস লিপো, এডি বোরগো, জন প্যাট্রিক এবং আলেজান্দ্র ইনজেলমো নামে চার ডিজাইনার নতুন প্রযুক্তি-পোশাক তৈরি করেছেন। আর এ প্রযুক্তি পোশাকের প্রদর্শনী হচ্ছে ১ এবং ২ ডিসেম্বর ফ্লোরিডার মায়ামি সমুদ্র সৈকতে।
বিলাসবহুল গাড়ি নির্মাতা লেক্সাস ভোগ ম্যাগাজিনে সৃজনশীল বিজ্ঞাপন প্রচারের অংশ হিসেবেই এ পোশাক তৈরি করতে ডিজাইনারদের কাছে ধর্না দিয়েছিলো। লেক্সাস কর্তৃপক্ষ এ আয়োজনকে বলছে, লেক্সাস ফ্যাশন ওয়ার্কশপ’।
লেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্যাশন দুনিয়ার নতুন কিছু আনতেই লেক্সাসের হাইব্রিড গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করে এমন প্রযুক্তি-পোশাক তৈরির জন্য আমরা চারজন ডিজাইনারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment