অনলাইনে
মোটেও কেনাকাটা করতে পারেন না হলিউডি তারকা ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা
জোলি জুটি। আর সাইবার দুনিয়ায় তারা যে কেনাকাটা করতে পারেন না সেটা স্বীকার
করে নিয়েছেন নিজেরাই। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।জোলি অনলাইনে কেনাকাটা প্রসঙ্গে জানিয়েছেন, আমি আর ব্র্যাড মিলে অনলাইনে কেনাকাটা করার চেষ্টা করছিলাম। এজন্য ঢুঁ মেরেছিলাম অ্যামাজন ডট কম-এ। কিন্তু সাইটটিতে যাবার পর কিভাবে কেনাকাটা করতে হবে আমরা সে বিষয়টিই বুঝতে পারিনি এবং এক সময় দেখি হারিয়ে গিয়েছি।’
হতাশ জোলি আরো জানিয়েছেন, ‘আমার মাথায় এতো কিছু আসে না। আমি তাই ক্যাটালগ ধরেই কেনাকাটা করতে চাই।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment