সব
ক্রিসমাসে তুষারপাত হয় না। এবার প্রকৃতিতে তুষারপাত হোক বা না হোক, গুগল
ঠিকই তুষারপাতের ব্যবস্থা নিয়েছে। গুগল সার্চে তুষারপাতের একটি পরিবেশ তুলে
এনেছে সার্চ জায়ান্ট। এজন্য গুগল তাদের সার্চে বিশেষ একটি ফিচার যোগ
করেছে। এর ফলে, গুগল সার্চে “let it snow” টাইপ করলে সার্চ পাতাটি ক্রমশঃ
তুষারাছন্ন দেখায় এবং তুষারপাতের মধ্যেই সার্চ রেজাল্ট দেখা যায়। খবর
ম্যাশএবল-এর।‘ডু এ ব্যারেল রোল’ নামে এরকম আরেকটি ফিচার যোগ করেছিলো গুগল যার সাহায্যে পুরো সার্চ রেজাল্টকে ৩৬০ ডিগ্রি কোনে ঘুরানো যেতো।
গুগল জানিয়েছে, সার্চ ব্যবহারকারীকে আনন্দ দিতেই এরকম ফিচার যোগ করে গুগল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment