
গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওর এক মোটরযান প্রদর্শনীতে স্কুটারটি প্রদর্শন করা হয়। কাওয়া ও তেমজাক নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এটি তৈরি করেছে।
নির্মাতাদের দাবি, জনবহুল শহরে যানজট ও গাড়ি রাখার বিড়ম্বনা কমাতে সহায়তা করবে কোবট। তিন চাকার এ যান ভাঁজ করে এক বর্গমিটার (প্রায় ১০ বর্গফুট) জায়গার মধ্যে রাখা যায়। এতে গাড়ি রাখার স্থানে অন্য গাড়ি রাখার সুযোগ দেবে এটি।
কোবট প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ। বিদ্যুচ্চালিত বলে এটি দূষিত ধোঁয়া ছাড়বে না। এ জন্য এটি হবে পরিবেশবান্ধব।
তেমজাকের প্রেসিডেন্ট ইয়োচি তাকামোতো বলেন, ‘এটি একটি রোবট, যাতে আপনি চড়তে পারবেন।’
কাওয়ার প্রেসিডেন্ট ইয়োশিতো শেরিতা বলেন, এটি খুব ছোট একটি স্কুটার, যা মনভরা ফুর্তি নিয়ে চালানো যাবে। শিগগির এটি বাজারে ছাড়া হবে বলে তিনি জানান। এএফপি।