ওয়েবসাইট
ডিজাইন ফার্ম গো-গ্লোব সম্প্রতি প্রযুক্তিবিষয়ক এটি পরিসংখ্যান তুলে
ধরেছে। ওই পরিসংখান অনুসারে আইফোন ৪এস বাজারে আসার সপ্তাহ শেষে প্রতি
মিনিটে আইফোন বিক্রি হয়েছে ৯২৫টি। এ পরিসংখ্যানে আরো দেখা গেছে,অনলাইনে
প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ। তথ্য গো-গ্লোব-এর।দেখা গেছে, প্রতি মিনিটে গড়ে ৮১টি আইপ্যাড বিক্রি হয়। এ ছাড়াও মিনিট প্রতি ব্ল্যাকবেরি ফোন বিক্রি হয় ১০৩টি, অ্যামাজন কিন্ডল ফায়ার ১৮টি, এক্সবকস ১১টি। প্রতি মিনিটে সারাবিশ্বে ৭০০টি কম্পিউটার বিক্রি হয় আর এর মধ্যে ২৩২টি প্রতি মিনিটে ম্যালওয়্যারে আক্রান্ত হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment