ওয়েটা’র খোঁজ প্রথম পেয়েছেন মার্ক মফেট নামের একজন মার্কিন প্রকৃতিবিদ। বিশালাকার এ পতঙ্গটি দেখতে ‘ঝিঁঝিঁ’ পোকার মতো। পতঙ্গটির ওজন ৭১ গ্রাম যা ওজনের হিসেবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া পতঙ্গের মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড়ো পতঙ্গ।
পতঙ্গটির পাখার বিস্তার ৭ ইঞ্চি পর্যন্ত হয়। লিটল ব্যারিয়ার আইল্যান্ডে ওয়েটা’র ৭০টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া গেছে।
খোঁজ পাওয়া এ পতঙ্গটি স্ত্রী প্রজাতির আর এ পতঙ্গটির প্রিয় খাবার হচ্ছে গাজর।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment