গবেষকরা নতুন এ ক্যামেরা পিল তৈরির প্রকল্পটির নাম দিয়েছেন ‘মেলোডি’। অসলো ইউনিভার্সিটি হসপিটাল, ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নরওয়েজিয়ান ডিফেন্স রিসার্চ স্টাবলিসমেন্টসহ আরো ২২টি অংশীদারি প্রতিষ্ঠান এ ক্যামেরা তৈরির পেছনে কাজ করছে।
এন্ডোসকপিক এই ক্যাপসুলে একটি ক্ষুদে এইচডি ভিডিও ক্যামেরা, আলোক উৎস, রেডিও ট্রান্সমিটার, ব্যাটারি এবং মাইক্রোপ্রসেসরও বসানো থাকবে। এ ক্যামেরা পিলটি রোগীর দেহে প্রবেশের পর রোগ সংক্রমিত এলাকার ভিডিও পাওয়া যাবে।
এ ক্যামেরার সাহায্যে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম এইচডি ভিডিও পাওয়া যাবে।
এ ক্যামেরাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চিকিৎসাক্ষেত্রে ছাড়াও এ ক্ষুদে ক্যাপসুল পেট্রোলিয়াম পাইপ বা কোনো পরিবাহী পাইপের তথ্য পেতে ব্যবহার করা যাবে বলেই গবেষকরা জানিয়েছেন।
এ ধরনের ক্যামেরা অবশ্য একেবারে নতুন নয়। ২০০৪ সালে জাপানি কোম্পানি আরএফ সিস্টেমস ল্যাব পরীক্ষামূলক এমন ক্যাপসুল পিল তৈরিতে সফল্যের দাবী করেছিলো। তবে, এইচডি ক্যামেরা পিল এবারই প্রথম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment