ইয়াহু’র পুরোনো থিমের এ বিলবোর্ডটি ১৯৯৯ সালে স্যান ফ্র্যান্সিসকোর বে-এরিয়ায় লাগানো হয়েছিলো। বে এরিয়ার টেক হাবের স্ট্যাটাস হিসেবে রেট্রো থিমের এ বিলবোর্ডটি ১৯৬০ সালের মোটেল সাইন-এর মতো দেখায়। সঙ্গে ছিলো একটি ট্যাগ লাইন- ‘ইন্টারনেটে অবস্থানের জন্য খুব ভালো স্থান।’
ইয়াহু’র এ বিলবোর্ডের জায়গায় ১ ডিসেম্বর থেকে নতুন বিজ্ঞাপন বসবে। বিলবোর্ডের জন্য নতুন বিজ্ঞাপনও চেয়েছে বিলবোর্ড চ্যানেল গ্রুপ ক্লিয়ার চ্যানেল আউটডোর।
ইয়াহু’র বিলবোর্ডের এ স্থানটি ফেসবুক বা গুগল কর্তৃপক্ষ ভাড়া নিতে পারে বলেই খবর রটেছে।
এদিকে, ‘সেভ দ্য ইয়াহু! বিলবোর্ড’ নামে ফেসবুকে একটি পাতাও খোলা হয়েছে যাতে এই বিলবোর্ডটি এখানেই দেখতে চান এমন লোকজন ‘লাইক’ দিচ্ছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment