হিথ্রো বিমানবন্দর থেকে জানানো হয়, ঘন কুয়াশার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ৫০টিসহ ১৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। লন্ডন সিটি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ৪৪টিরও বেশি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
হিথ্রো বিমানবন্দর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় এক হাজার ৩০০ ফ্লাইট ওঠানামা করে। বর্তমানে বাতিল হয়ে যাওয়া ৭৪টি ফ্লাইট নিয়ে আমরা সতর্ক রয়েছি। আবার অনেক ফ্লাইট আসতেও বিলম্ব হচ্ছে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে যাত্রীদের তাদের বিমান সম্পর্কে খোঁজ নিয়ে আসতে বলা হচ্ছে।
বৈরী আবহাওয়া
বাইরে থেকে আসা ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক এয়ারলাইনসের বিমানের যাত্রীদের অন্য বিমানে বুকিং দেওয়া হচ্ছে।
অন্যদিকে, লন্ডনের অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমানবন্দরের পক্ষ থেকে গাড়িতে করে পৌঁছে দেওয়া হচ্ছে।
বিবিসির আবহাওয়া-বিষয়ক কর্মকর্তা হলি গ্রিন বলেন, গতকাল ইংল্যান্ডের বিভিন্ন অংশে ঘন কুয়াশার সৃষ্টি হয়। তবে অনেক জায়গা থেকে কুয়াশা কেটে গেলেও হিথ্রো বিমানবন্দরে তার কোনো লক্ষণ দেখা যায়নি। ফলে সেখানে আটকা পড়ে হাজার হাজার লোক।
লন্ডন থেকে মস্কোগামী এক যাত্রী ম্যাট রিগবি জানান, তাঁর ফ্লাইটটি বিলম্ব করে মধ্যরাতে ছাড়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। তিনি অভিযোগ করেন, বিমানবন্দরের কর্মীরা কী করতে হবে, তা জানে না বরং তাঁরা পরস্পরবিরোধী উপদেশ দিচ্ছেন।
দ্য মেট অফিস এ অবস্থায় অঞ্চলভিত্তিক সতর্কতা জারি করেছে। সেখানে বলা হয়, এ ঘন কুয়াশা সন্ধ্যায় ও রাতে আরও তীব্র আকার ধারণ করতে পারে। আর এ অবস্থায় গাড়ি চালানো ‘কঠিন’ এবং মোটরসাইকেল চালাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
0 comments:
Post a Comment