গতকাল বিশ্বের ১১৩টি দেশের সুন্দরীকে পেছনে ফেলে ৬১তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতেছেন ২১ বছর বয়সী এই সুন্দরী। ঝলমলে এক আয়োজনের মধ্য দিয়ে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রিয়া মিলস। প্রথম রানার আপ হয়েছেন মিস ফিলিপাইন গেনডোলিন রুয়ায়িস। দ্বিতীয় রানার আপের সম্মান পেয়েছেন মিস পুয়ের্তো রিকো আমান্ডা পেরেজ।
যুক্তরাজ্যের পথনৃত্যের সংগঠন ‘ডাইভারসিটি’র নজরকাড়া পারফরমেন্সের মধ্য দিয়ে পর্দা ওঠে চূড়ান্ত ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত এই সন্ধ্যার। এর মধ্যেই মঞ্চে উপস্থিত হন ১১৩টি দেশের সেরা সুন্দরীরা। এরপর জ্যাসন কুক ও অ্যাংগেলা চোয়ের উপস্থাপনায় এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী মিস ভেনেজুয়েলার নাম ঘোষণা করেন বিচারকেরা। বিশ্বসুন্দরীর মুকুট পরার পর আবেগাপ্লুত হয়ে পড়েন সারকোস। অশ্রুভেজা চোখে তিনি বলেন, ‘নিজেকে দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় নারী মনে হচ্ছে। আমি খুবই খুশি। আমার চিত্কার করতে ইচ্ছা হচ্ছে, হাসতে ইচ্ছা হচ্ছে। কান্নাও আসছে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এবং শেষ পর্যন্ত জয়ী হওয়ার জন্য আমি প্রচণ্ড খুশি।’
নান হওয়ার স্বপ্ন সত্যি না হলেও সমাজসেবার কাজে নিজেকে নিবেদন করতে চান বিশ্বসুন্দরী ইভিয়ান সারকোস। ভবিষ্যতে এতিম বাচ্চাদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমি বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমি খুব অল্প বয়সেই মা-বাবাকে হারিয়েছিলাম। এখন আমি আমার মতো এতিম কিশোর-কিশোরীদের সাহায্য করতে চাই। যতজনকে পারি।’ রয়টার্স ও ডেইলি মেইল। prothom-alo
0 comments:
Post a Comment