ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহিদুল্লাহ বলেছেন, অগ্নিকাণ্ডে এক হাজার খুপরি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি। তিনি বলেন, অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয়জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আবু নাইম মোহাম্মদ শহিদুল্লাহ আরও জানান, গ্যাসের চুলা বা বিদ্যুতের লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রহিম ব্যাপারীর হাটের কাছে বটতলা বস্তিতে ডোবার ওপর টং ঘরগুলো ছিল। সেখান থেকে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুলেখা বেগম বলেন, তিনি ও তাঁর বোন রহিমা বেগম নকশিকাঁথা ফেরি করেন। তাঁদের ঘরে পাঁচ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে বলে তিনি জানান। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পত্রিকা হকার মোহাম্মদ নবী হোসেন বলেছেন, আগুনে তিনিও সব হারিয়েছেন।
0 comments:
Post a Comment