মারে ওই প্রামাণ্যচিত্রে বলেন, ‘তাঁকে (জ্যাকসন) প্রোপোফল দেওয়ার জন্য তিনি বারবার আমার কাছে মিনতি করেন। আর সেই সময় ওই একটি পদার্থ তাঁর ব্যথা কমাতে কার্যকর ছিল। তিনি সত্যিই ঘুমাতে পারছিলেন না। তাঁকে সে সময় উন্মত্ত দেখাচ্ছিল।’
গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত জ্যাকসনের মৃত্যুর জন্য কনরাড মারেকে (৫৮) দোষী সাব্যস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মাইকেল জ্যাকসনকে ঘুমের ওষুধ হিসেবে শক্তিশালী চেতনানাশক ওষুধ দিয়ে তিনি রোগীর প্রতি চরম অবহেলা করেছেন, যা ফৌজদারি অপরাধের শামিল।
এই অপরাধে কনরাডের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে বাতিল হয়ে যেতে পারে তাঁর চিকিত্সার সনদও।
কনরাডের এই বিচার চলেছে ছয় সপ্তাহ ধরে। ১২ সদস্যের জুরি বোর্ডের সামনে ৩০০টি তথ্যপ্রমাণ হাজির করা হয়। এতে সাক্ষ্য দেন ৪৯ জন।
এদিকে রায়ের পরপরই জ্যাকসনের ভাই টিটো অভিযোগ করে বলেন, কনরাড মারে জ্যাকসনের ওপর ‘ফ্রাংকেনস্টাইন ওষুধ’ প্রয়োগ করেছেন। ক্ষুব্ধ টিটো বলেন, কনরাডকে জীবনের বাকি সময়টা যেন জেলে পুরে রাখা হয়। তিনি বলেন, ‘মারে যা করেছেন, তার জন্য তাঁকে মাত্র চার বছরের কারাদণ্ড দেওয়া হলে তা খুবই অন্যায় করা হবে। জ্যাকসনের সুস্বাস্থ্যের জন্য যেটি ভালো, সেটা করার দায়িত্ব ছিল মারের ওপর।’
জ্যাকসনের ভাই বলেন, ‘এ ঘটনায় আদালতের রায়ে আমি স্বস্তি পাইনি। কেননা, আমি আমার ভাইয়ের শূন্যতা প্রতিটি মুহূর্ত অনুভব করছি। আমি সব সময়ই মনে করব, মারেই আমার ভাইকে হত্যা করেছেন।’
জ্যাকসনের মা ৮১ বছর বয়সী ক্যাথরিন বলেন, ‘বিচারকেরা সঠিক রায় দিয়েছেন বলে আমি মনে করি। মারে জ্যাকসনের সঙ্গে যা করেছে, আমি তার জন্য কখনোই তাঁকে ক্ষমা করব না। জ্যাকসনের তিন সন্তান, অমাদের পরিবার সব সময় তাঁর শূন্যতা অনুভব করি।’
জ্যাকসনের বোন রেবি বলেন, ‘এই মানুষটা (মারে) কী করল যে আমার ভাই মরে গেল। মানুষের জীবন বাঁচানোই তাঁর দায়িত্ব, হত্যা নয়। আমার ভাইয়ের মৃত্যুর জন্য মারে পুরোপুরি দায়ী।’ দ্য সান।
0 comments:
Post a Comment