
‘উপহার হিসেবে সেরা প্রযুক্তিপণ্য ২০১১’ বিষয়ে ভোটের আয়োজন করেছিলো ওয়েবসাইট এমএসএনবিসি। ভোটের ফল বলছে, এ বছরের সেরা প্রযুক্তিপণ্য ‘ইউরেনিয়াম মার্বেল।’
উপহার হিসেবে ইউরেনিয়াম মার্বেলকে নির্বাচন করতে মোট ভোট পড়েছে ৩ হাজার। ভোটের মোট ২৫ ভাগ গেছে এ উপহারটির পক্ষে।
এ
মার্বেলে ইউরেনিয়াম অক্সাইড থাকায় রাতের অন্ধকার বা আল্ট্রাভায়োলেট
রশ্মিতে এ মার্বেলগুলো উজ্জ্বল আলো ছড়ায়। স্বল্পমাত্রার উইরেনিয়াম ব্যবহৃত
হলেও এ মার্বেলগুলো নিরাপদ বলেই নির্মাতা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা মত
দিয়েছেন। তবে, মার্বেল কনটেইনারে তেজিস্ক্রিয়তার একটা স্টিকার সেঁটে দিয়েছে
নির্মাতা প্রতিষ্ঠান।এ মার্বেল তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফ্লুরোসেন্ট বাতি নির্মাতা ‘ব্লাক লাইট ওয়ার্ল্ড’।
নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য, ‘উপহার হিসেবে উইরেনিয়াম মার্বেল চমৎকার। এটি প্রযুক্তিপ্রেমীসহ সবারই পছন্দ হবে। তাছাড়া ইউরেনিয়াম ব্যবহৃত হলেও এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এর আগেও অনেক উপহার তৈরিতে এমন মাত্রার তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়েছে, বিশেষ করে সিরামিক বা সবুজ কাঁচে।‘
‘ব্লাক লাইট ওয়ার্ল্ড’ থ্রিপ্যাক উইরেনিয়াম মার্বেল বিক্রি করছে ৯.৯৫ ডলারে। ইবে ব্যবহার করেও এ মার্বেল কেনা যাচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment