আক্রমণকারী ওই যুবকের নাম হরভিন্দর সিং। তিনি পেশায় একজন টেম্পোচালক। তিনি দিল্লির রোহিনী এলাকায় থাকেন।
কৃষিমন্ত্রী এনডিএমসি কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বের হওয়ার পর হরভিন্দর তাঁর মুখে কষে চড় মারেন। এরপর তিনি সঙ্গে থাকা ছোরা বের করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। হরভিন্দরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশি হেফাজতে হরভিন্দর সাংবাদিকদের জানান, নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অব্যাহতভাব বাড়তে থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি মন্ত্রীকে চড় মারেন। তিনি তাঁর কাজের জন্য মোটেই অনুতপ্ত নন।
এর আগে গত শনিবার হরভিন্দর সাবেক টেলিযোগাযোগমন্ত্রী সুখরামের ওপর হামলা চালান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং হামলার পর শারদ পাওয়ারের সঙ্গে কথা বলে এর নিন্দা জানান। এ ছাড়া ভারতের সব রাজনৈতিক দলের নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।
সমাজবাদী দলের নেতা মুলায়েম সিং যাদব কৃষিমন্ত্রী পাওয়ারের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, তিনি এ ধরনের সহিংসতা সমর্থন করেন না। বিজেপি নেতা স্মৃতি ইরানি বলেন, রাজনৈতিক নেতাদের ওপর হামলা সহ্য করা হবে না। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস। prothom-alo
0 comments:
Post a Comment