গবেষকরা জানিয়েছেন, ইটি বা এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের খোঁজ করতে গলদঘর্ম হবার প্রয়োজন নেই। এলিয়েন শহর থেকে প্রতিফলিত আলো খোঁজ করলেই তারা কোথায় লুকিয়ে রয়েছে সে তথ্য জানা সম্ভব হতে পারে।
আমাদের সৌরজগতের কিনারায় জরিপ বা গবেষণা চালিয়ে আলোর উৎস খুঁজে বের করতে পারলেই ইটির সন্ধান মিলতে পারে বলেই জ্যোর্তিবিদদের দাবী।
হার্ভার্ডের গবেষক আব্রাহাম লোয়েব এবং প্রিন্সটনের গবেষক এডুইন টার্নারের মতে, আলোর উৎস খুঁজে এলিয়েনের খোঁজ পাবার বিষয়টি দীর্ঘমেয়াদী হলেও এতে খরচ অনেক কমে যাবে।
উল্লেখ্য, বর্তমানে বেতার তরঙ্গ ব্যবহার করে ইটি’র খোঁজ চলছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোবায়োলজি’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment