গতকাল বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানা-পুলিশ নিহা মেডিকেল হল নামের ফার্মেসি থেকে ভুয়া চিকিত্সক অরুণকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিসিএস স্বাস্থ্য লেখা দুটি সিলসহ বিভিন্ন চিকিত্সা সরঞ্জাম উদ্ধার করা হয়।
অরুণ চন্দনাইশ উপজেলার বরমা গ্রামের কৃষ্ণ মোহন দেবের ছেলে। এক বছর ধরে তিনি নিহা ফার্মেসিতে এমবিবিএস চিকিত্সক সেজে রোগী দেখছিলেন বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ও একরাম উল্লাহ। এ প্রসঙ্গে একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘উচ্চমাধ্যমিক পাস অরুণ এক বছর ধরে ভুয়া এমবিবিএস ডিগ্রি লিখে প্রতারণা করে আসছিল। তিনি একজন ভুয়া চিকিত্সক।’ তাঁর বিরুদ্ধে রাতে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে। প্রথম আলো
0 comments:
Post a Comment