জুলিয়ান অ্যাসাঞ্জঅ্যাসাঞ্জ এক প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সাহসী আর জুলিয়া গিলার্ডকে অস্ট্রেলিয়ার ভীরু প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন।
অস্ট্রেলিয়ায় সাংবাদিকতার বার্ষিক পুরস্কার হচ্ছে ‘ওয়াকলি অ্যাওয়ার্ড’। সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রিন্ট, টেলিভিশন, রেডিও, আলোকচিত্র এবং অনলাইন সাংবাদিকদের এ পুরস্কার দেওয়া হয়। ওয়াকলি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান এ পুরস্কার দিয়ে থাকে। এ বছর পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করার জন্য গঠিত একটি স্বাধীন বিচারক প্যানেল অত্যন্ত সাহসের সঙ্গে গোপন মার্কিন তারবার্তা প্রকাশ করায় উইকিলিকসকে জয়ী ঘোষণা করে।
উইকিলিকসকে জয়ী ঘোষণার পর এক ভিডিও বার্তায় অ্যাসাঞ্জ বলেন, ‘অস্ট্রেলিয়ার সাংবাদিকেরা সাহসী, অস্ট্রেলীয় জনগণ সহযোগিতার মনোভাবপূর্ণ, তবে জুলিয়া গিলার্ড একজন ভীরু প্রধানমন্ত্রী।’ এএফপি। প্রথম আলো



0 comments:
Post a Comment