সম্প্রতি
ডারপার গবেষকরা পোকার দেহে যোগাযোগ যন্ত্রাংশ বসিয়ে সাইবর্গ পোকার রূপ
দিতে সক্ষম হয়েছেন। পোকার দেহ থেকে তৈরি বিদ্যুৎ দিয়েই যন্ত্রাংশগুলো চলবে।
ফলে এই পোকার সাহায্যেই গোয়েন্দাগিরি করা সম্ভব হবে। খবর সিনেট-এর।ইউনিভার্সিটি অফ মিশিগান-এর গবেষকরা কীটপতঙ্গের চলৎশক্তি এবং দেহের তাপ ব্যবহার করে সেন্সরে শক্তি যোগানোর পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। পোকার দেহে পিজোইলেকট্রিক জেনারেটর বসিয়ে খুব কম ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন গবেষকরা।
এ বিদ্যুৎ পোকার দেহে বসানো ব্যাটারিতে জমা হয় এবং পোকার দেহে বসানো খুদে যন্ত্রাংশে শক্তি যোগায়। এ শক্তির ওপর নির্ভর করেই পোকার দেহে ক্যামেরা, মাইক্রোফোন বা যোগাযোগ ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য খুদে ডিভাইস বসিয়ে দেয়া হয়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘মাইক্রোমেকানিক্স অ্যান্ড মাইক্রোইঞ্জিনিয়ারিং’ সাময়িকীতে।
সাইবর্গ পোকা তৈরির প্রকল্প ডারপার অর্থায়নে পরিচালিত হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment