মাইক্রোসফটের শেয়ারহোল্ডারদের নিয়ে বার্ষিক সভায় ভোট হয়। আর এবারের ভোটে সিইও স্টিভ বলমার, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং নেটফ্লিক্স প্রতিষ্ঠাতা রিড হাস্টিংসসহ আরো ছয় বোর্ড মেম্বার তাদের পদ ধরে রাখতে পেরেছেন। বিনিয়োগকারীদের শতকরা ৯২ ভাগ ভোট পেয়েছেন বর্তমান বোর্ড মেম্বাররা।
সম্প্রতি ‘কম্পিউটারের যুগ শেষ’ এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন স্টিভ। স্মার্টফোন, ট্যাবলেটের বাজার বিশ্লেষণ করেই তিনি এমন মন্তব্য করেছিলেন।
উইন্ডোজ সম্পর্কে বলমার বলেছেন, ‘উইন্ডোজ ছিলো, উইন্ডোজ আছে এবং উইন্ডোজ থাকবে। কম্পিউটিং ডিভাইস পরিবর্তন হলে উইন্ডোজেও পরিবর্তন আসবে। সবচেয়ে বড়ো কথা হচ্ছে, উইন্ডোজ যুগের সঙ্গে মানিয়ে চলছে।’
এদিকে, মাইক্রোসফট ২০১২ সালে উইন্ডোজের পরবর্তী সংস্করণ ‘উইন্ডোজ ৮’ আনার কথা জানিয়েছে। সব ডিভাইসের জন্য একই অপারেটিং সিস্টেম হিসেবে এ সফটওয়্যারটি ব্যবহৃত হবে।
উইন্ডোজ ৮- বারবার রিস্টার্ট নেবার সমস্যাটি কমে যাবে বলেই নিশ্চয়তা দিচ্ছে মাইক্রোসফট।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment