জীবনে সাফল্যের জন্য সবচেয়ে জরুরী বিষয় কোনোটি ?অনেকে মনে করেন সাফল্যের মূল রহস্য ভাগ্য, কেউ মনে করেন সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম , কেউ বা মনে করেন কাজের প্রতি ভালোবাসা বা মানসিক শক্তি কেউ মনে করেন জ্ঞান বা বিদ্যা ই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি।আসুন আমরা এবার numerology বা সংখ্যা তত্বের হিসেবে দেখি প্রত্যেক মানুষ তিনি যে যে ক্ষেত্রেরই লোক হোন না কেন তার জীবনের ১০০ % সাফল্যের মূল চাবি কাঠি টি কি?
প্রথমেই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করা যাক –
এক্সপেরিমেন্ট টির নাম = A SMALL TRUTH TO MAKE LIFE 100%
যদি
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W XY Z
এর মান যথাক্রমে =
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
হয় তবে ,
Hard Work
Harvard University এর বিখ্যাত মনস্তত্ব বিদ William James বলেছেন "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind."
আরো একজন বিখ্যাত মনস্ত্বত্ববিদ –হলেন শিব খেরা , তার বলা একটি মজার গল্প এখানে শেয়ার করলে বিষয়টি আরো পরিষ্কার হবে, গল্পটি হল –
একদিন এক পথচারী দেখলেন তিনজন লোক ইট দিয়ে কি যেন একট তৈরী করছে , তার খুব কৌতুহল হল, সে প্রত্যকের কাছে আলাদ আলাদা ভাবে জানতে চাইল “ভাই তুমি কি করছ?”-
প্রথম জন উত্তর দিল –“ দেখছ না আমি ইঁটের পরে ইঁট সাজাচ্ছি।”
দ্বিতীয় জন উত্তর দিল –“আমি আমার জীবিকা নির্বাহ করছি”
তৃতীয় জন উত্তর দিল –“আমি একটা সুন্দর ইমারত তৈরী করছি”
তাহলে দেখা গেল একই কাজ প্রত্যকে করছেন কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গী এক এক রকম।এবং এই দৃষ্টিভঙ্গী ই তাদের মধ্যে তফাৎ গড়ে দেয়।
সকলে ভালো থাকবেন।
0 comments:
Post a Comment