জানা গেছে, বিদেশী এক প্রতারক অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ তৈরী করে এই দুই বাংলাদেশী হজযাত্রীকে নিয়ে। জেদ্দা যাওয়ার পথে ঐ দুই বাংলাদেশীর সহযাত্রী হয় এক বিদেশী। মাঝপথে সিটে কিছু ডলার ফেলে রেখে নেমে যায় ঐ যাত্রী। সুযোগ বুঝে ড্রাইভার তা সরিয়ে নেয় এবং বাংলাদেশী সহযাত্রীদের কিছু বলতে নিষেধ করে। কিছুক্ষণ পর ঐ বিদেশী আবার ডলার ফেরত নিতে সেই গাড়ির পাশে আসে। ডলার খুঁজতে তখন ঐ দুই বাংলাদেশীর ব্যাগ খোঁজা শুরু করে ঐ বিদেশী প্রতারক। ব্যাগ খোজ করার এক ফাঁকে দুই বাংলাদেশীর কাছ থেকে প্রাউ দুই লাখ টাকা সরিয়ে নেয়। পরবর্তীতে পুলিশকে এব্যাপারে জানানো হয়। গাড়ীর নাম্বার জানা না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে কোন সাহায্য করতে পারেনি।
উল্লেখ্য, ঐ দুই বাংলাদেশীর একজনের বাড়ী ঢাকা এবং আরেকজনের নোয়াখালী। এতে একজন হারায় ৬০০০ রিয়াল। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার। অপর বাংলাদেশী হারিয়েছেন ২৬০০ রিয়াল। বাংলাদেশী টাকায় প্রায় ৬০ হাজার।
0 comments:
Post a Comment