সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে
সবচেয়ে বড় প্রতারণা হলো তোমার ভাইকে এমন কথা বলা যা সে বিশ্বাস করে ফেলে অথচ তুমি তাকে মিথ্যে বলেছ । — আল হাদীস (আবু দাউদ শরীফ ঃ)
কথায় কথায় মিথ্যা বলা মুনাফেকী আমল। হাদীসে পাকে মিথ্যাকে মুনাফেকী আমল বলা হয়েছে। হাদীসে বলা হয়েছে- সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হতে পারে মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভবান হয়, কিন্তু সূর্যের আলো যেমন গোপন থাকে না তেমনি শেষ পর্যন্ত মিথ্যাও গোপন থাকে না। একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তখন লোকের সম্মুখে পূর্বের তুলনায় আরো অধিক অপদস্থ হতে হয়। মানুষের কাছে তার কোন ইজ্জত-সম্মান থাকে না। সকলেই তাকে মিথ্যাবাদী মনে করে। আর আল্লাহপাক তো প্রথম থেকেই তার মিথ্যা সম্পর্কে অবহিত আছেন। সুতরাং এরূপ লোকের ইহকাল পরকাল উভয় কালই ধ্বংসমুখী।
আই অ্যাম এ ডিসকো ড্যান্সার
সুন্দরী
তরুণীদের মেলা। সবার পরনে স্বল্প বসনা। কেউ এসেছেন জিন্স-টি শার্ট পরে,
কেউবা শর্টস। মুখে কড়া মেকআপ। হাতে বিয়ারের বোতল। রুমভরা দর্শক। ছোট
রুমগুলো সিগারেট, গাঁজা আর সিসার ধোঁয়ায় অন্ধকার। ঘরময় রঙবেরঙের আলো, লেজার
রশ্মি আর কান ফাটানো মিউজিক। চলছে গান, আই
অ্যাম এ ডিসকো ড্যান্সার আলো-আঁধারিতে বেসামাল নারী-পুরুষের জড়াজড়ি। এ
চিত্র বহুল আলোচিত ফুওয়াং বোলিং ক্লাবের। বৃহস্পতিবার রাত ৮টা থেকে মধ্যরাত
পর্যন্ত ক্লাবে অবস্থান করে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর
গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোচিত এ ক্লাব। বৃহস্পতিবার থাকায়
সাপ্তাহিক ছুটির আগের দিন ফুওয়াংয়ে ছিল উপচেপড়া ভিড়। ক্লাব কর্তৃপক্ষও
প্রতি বৃহস্পতিবার রাজধানীর নামকরা হাই সোসাইটি কলগার্ল, ক্যাবারে
ড্যান্সার আর ডিজেদের জড়ো করে ক্লাবে। তারা নাচ, গান আর হাস্যরস দিয়ে
ফুওয়াং ক্লাবকে পরিণত করে মধুকুঞ্জে। আগন্তুকদের বেশির ভাগের বয়স ২০ থেকে
৩৫ বছরের মধ্যে। ক্লাবের দোতলায় ৫টি রুম। এগুলোকে ডিসকো রুম হিসেবে ডাকা
হয়। ডিসকোগুলোতে নানা রঙিন আলো। দুদিকে সোফা বসানো। মাঝখানে উচ্চ শব্দের
হিন্দি মিউজিকের তালে তালে পালা করে নাচছেন স্বল্প বসনা তরুণীরা। প্রতিটি
নাচের ভঙ্গি অশ্লীল। রুমগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সোফার সামনে সারি করে
রাখা মদের বোতল, গ্লাস আর বরফের টুকরো। মদপান করছেন দর্শকরা। নাচে মুগ্ধ
হয়ে তারা ১০০/৫০০ ও হাজার টাকার নোটের বাণ্ডিল রাবার খুলে ছুড়ে দিচ্ছেন
নর্তকীর দিকে। নর্তকীর সহকারীরা টাকা কুড়িয়ে নিচ্ছেন মেঝে থেকে। এভাবে
প্রতিটি ড্যান্সের সঙ্গে এক একজন নর্তকীর দিকে ছুড়ে মারা হচ্ছে কয়েক লাখ
টাকা। এর মধ্যেই কয়েকজন অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে পড়লেন। তারা সুন্দরী
একজন তরুণীকে একান্ত করে পেতে চান। এ নিয়ে বেধে যায় হট্টগোল।
ছুটে
এলেন ক্লাবের বেতনধারী বাউন্সাররা। কিন্তু হট্টগোলে সক্রিয় বেশি নানা
জায়গা থেকে আসা মাস্তান আর দাগি সন্ত্রাসীরা। এদের মধ্যে গুলশানের স্থানীয়
যারা তারা আরও বেশি উত্তেজিত। একেকজন তেড়ে যাচ্ছেন আরেকজনের দিকে। এদের
মধ্যেও আছে বড় ভাই নেতা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আবার শুরু
হয় নাচ। রাত গভীর হতেই তরুণীর সংখ্যা কমতে থাকে। রহস্য কি? একজন ক্লাব
কর্মচারী জানালেন, অনেক মেয়ে এখন প্রাইভেট ডিউটিতে চলে গেছে। জানা গেছে,
ক্লাবেই বিশেষ কিছু শয়ন কক্ষ আছে। যেখানে পছন্দের তরুণীকে নিয়ে একান্তে
কিছু সময় কাটানো যাবে। এ জন্য ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে ঘণ্টায় ১৫ হাজার
টাকা। আর তরুণীকে দিতে হবে চুক্তি অনুযায়ী টাকা। দোতলার ডিসকোর পাশেই আয়োজন
করা হয়েছে বিশেষ হট ডিজে পার্টির। নিচ তলায়ও চলছে হট ডিজে। সেখানে ঢুকতে
হলে টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিট ১ হাজার টাকা। টিকিট কেটে ডিজে
পার্টিতে ঢোকার পর দেখা গেছে ভিন্ন এক চিত্র।
এ ডিজে পার্টি আর ১০টা সাধারণ ডিজে পার্টি নয়। এখানে উঁচু মঞ্চের ওপর
কয়েকজন পুরুষ ডিজে কান ফাটানো শব্দে মিউজিক বাজাচ্ছে। আর মঞ্চের সামনে
যুবক-যুবতীরা একে অপরের বাহুবন্ধনে। কেউ কেউ তরুণীদের কোলে নাচছেন। এসব
তরুণীকে নিয়ে নাচতে হলে নির্দিষ্ট অংকের টাকা দিতে হবে। আর চাহিদা মত টাকা
দিলে বিশেষ বিশেষ অঙ্গও স্পর্শ করা যাবে। প্রতিটি পার্টিতেই মদ আর বিয়ারের
ছড়াছড়ি। এক ক্যান বিয়ারের দাম এখানে ৫শ’ টাকা। মদ প্রতি পেগ ব্র্যান্ড ভেদে
৫শ’ থেকে ১ হাজার টাকা। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এ ডিজে পার্টি আর ১০টা সাধারণ ডিজে পার্টি নয়। এখানে উঁচু মঞ্চের ওপর
কয়েকজন পুরুষ ডিজে কান ফাটানো শব্দে মিউজিক বাজাচ্ছে। আর মঞ্চের সামনে
যুবক-যুবতীরা একে অপরের বাহুবন্ধনে। কেউ কেউ তরুণীদের কোলে নাচছেন। এসব
তরুণীকে নিয়ে নাচতে হলে নির্দিষ্ট অংকের টাকা দিতে হবে। আর চাহিদা মত টাকা
দিলে বিশেষ বিশেষ অঙ্গও স্পর্শ করা যাবে। প্রতিটি পার্টিতেই মদ আর বিয়ারের
ছড়াছড়ি। এক ক্যান বিয়ারের দাম এখানে ৫শ’ টাকা। মদ প্রতি পেগ ব্র্যান্ড ভেদে
৫শ’ থেকে ১ হাজার টাকা। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও এখানকার নিয়মিত
খদ্দের। ক্লাবের এক কর্মকর্তা জানান, প্রশাসনকে মোটা অংকের মাসোহারা দিয়েই
চালানো হচ্ছে ব্যবসা। এর বাইরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন
অঙ্গসংগঠনের নেতাদের দিতে হয় মোটা অংকের টাকা। শিল্পাঞ্চল থানার ওসি ওমর
ফারুক বলেন, যদি ফুওয়াংয়ে অবৈধ কিছু চলে তবে সেখানে অবশ্যই অভিযান চালানো
হবে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের
ঢাকা মেট্রো উপ-অঞ্চলের গুলশান সার্কেলের ইন্সপেক্টর আবদুল আজিজ বলেন, আমরা
মাঝে মাঝেই সেখানে অভিযান চালাই। অবৈধ মদ বিয়ারও উদ্ধার করা হয়। ক্লাবটির
মালিক নূর ইসলাম বলেন, ঢাকায় চিত্তবিনোদনের জায়গা খুবই কম। মানুষ একটু
বিনোদনের জন্য আমাদের এখানে আসে। তিনি বলেন, দেশের বিশিষ্ট শিল্পপতি থেকে
সমাজের সম্মানিত অনেক ব্যক্তি এ ক্লাবের সদস্য। এখানে অসামাজিক কার্যকলাপ
চলার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, আমাদের লাইসেন্স রয়েছে। নিয়ম অনুযায়ী
লাইসেন্সের শর্ত মেনেই মদ, বিয়ার বিক্রি করা হয়।
তোহুর আহমদ: মানবজমিন
About the Author
Write About Yourself/Fellow Blogger Here!!!
Follow Me on Twitter [at] akashnill
Add this widget to your blog
Follow Me on Twitter [at] akashnill
Labels:
আবাক-বাংলাদেশ,
বিচিত্র,
বিনোদন
Subscribe to:
Post Comments (Atom)
মানব জীবন সারাংশ
যা হয়েছে তা ভালই হয়েছে ,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে ,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম ।
জীবন মানে সংগ্রাম
চেয়েছিলাম শীতের কাছে
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
এক বিন্দু শিশির কণা
সে দিলো শৈত্যপ্রবাহ
আর তুষার ঝড়
বস্রহীন মানুষের আর্তনাদ
আর বেচেঁ থাকার যন্ত্রনা..
প্রকৃতির কাছে চেয়েছিলাম
একটি সুখের নীড়
সে দিলো নদীর ভাঙ্গন
আর সর্বনাশা জলোচ্ছ্বাস
এরই নাম জীবন,
বেচেঁ থাকা যায় না সংগ্রামহীন ..
Popular Posts
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- বিভিন্ন রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য
- বাৎসরিক বাংলা রাশিফল 2015
- গর্ভবতীর ৯ মাসের বিপদ-আপদ
- সব রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন দুই বেলা ত্রিফলা খান
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- রেজিষ্ট্রেশন ফরম
- বাৎসরিক বাংলা রাশিফল 2012
- ২১ শে ফেব্রুয়ারী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- বিল গেটস এর অবিশ্বাস্য জীবনের কিছু তথ্য
Popular Posts Last 30 Days
- গীতা সারাংশ
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলের এস, এস, সি ২০১১ এর ফলাফল দেখুন
- ডাউনলোড করুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মজিবুর রহমান Textbook For Class XI-XII
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- চোখের পানির রহস্য
- ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন
- আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
- মুক্তিযুদ্ধের ৫ ওয়েবসাইট
Popular Posts Last 7 Days
- হিপনোটিজম বা সম্মোহনবিদ্যা : নিজেকে সম্মোহিত করুন
- ১৪০০ সাল কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম উত্তরে এই কবিতাটি লিখেছিলেন,
- সময় নিয়ে কিছুক্ষনের ভাবনা
- রেজিষ্ট্রেশন ফরম
- হিজড়া সম্প্রদায় : প্রকৃতির পরিহাস, মানবতা যেখানে ভূলুন্ঠিত
- চোখের পানির রহস্য
- অহংবোধ, তোমার জন্য
- ফুল ফুটুক, না ফুটুক আজ বসন্ত, আজ বসন্ত দিন
- গীতা সারাংশ
- ৫৪টি দেশের ভিসা চেক করুন ইচ্ছে মত
স্মরনীয় বাণী
### আজ যা নির্ভুল বলে জানছি, কাল সেটাকেই চরম ভূল বলে মনে হয়।আজ যেটাকে চমকপ্রদ বুদ্ধি মত্ত্বা বলে ভাবছি, সেটাকেই জানব চরম নির্বুদ্ধিতা
### ‘বন্ধুকুল! পৃথিবীতে বন্ধু বলে কেউ আছে আমি জানিনে। শুধু আমার নয়, কারো আছে কিনা সন্দেহ!বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই।প্রাণের বন্ধু।তারপর আর না ।’ ‘আর না? সারা জীবনে আর না?’
‘জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।তারা দু’রকমের।এনিমি আর নন্-এনিমি। নন্-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।’
স্মরনীয় বাণী
# এই সংসারে নিজের বলতে কেউ নেই। কেউ কেউ আপন হয়, আপনার হতে চায়, ক্ষনকালের জন্য, কিছু দিনের জন্য। তুমি যদি সমস্ত জীবনটাকে ছোট করে হাতের তালুর মধ্যে তুলে ধরে একটা বলের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, ‘ত’ দেখবে যে তুমি ছাড়া, তোমার আয়নায় মুখ ছাড়া, তোমার আপনার বলে কেই নেই, সত্যি কেউ নেই।
#মানুষের স্বভাব হচ্ছে অন্যদের টেনশানে ফেলে সে আনন্দ পায়। সৃ্ষ্টিকর্তাও আমাদের টেনশানে ফেলে আনন্দ পান বলেই মানবজাতি সারাক্ষন টেনশানে থাকে।
#মানুষের মহত্ত্বম গুনের একটির নাম কৌতুহল।
হে মানবজাতি তোমরা বাক্য, কর্ম ও চিন্তায় সৎ হও!!!
***যে ব্যক্তি বাক্য, কর্ম ও চিন্তায় সৎ নয়, সে প্রকৃত মানুষ নয়।একজন পরিপূর্ণ মানুষ হতে হলে, একজন পরিপূর্ণ সৎ লোক হতে হবে। যে ব্যক্তি সকল বিষয়ে সৎ থাকে, সেই সর্বশ্রেষ্ঠ মানব। মানুষের ধর্ম এর চেয়ে কর্ম বড়।তাই করো ধর্মকে গুরুত্ব না দিয়ে তার কর্মকে গুরুত্ব দেয়া উচিত।***
0 comments:
Post a Comment