চুল
কাটাতে বা চুল সাজাতে এখন রোবটই যথেষ্ট। এবারের টোকিওতে অনুষ্ঠিত সিয়াটেক
নামের বার্ষিক মেলায় এমনি এক নাপিত রোবট হাজির করেছিলো জাপানি ইলেকট্রনিক
কোম্পানি প্যানাসনিক। খবর ডেইলি মেইল-এর।প্যানাসনিক কর্তৃপক্ষের ভাষ্য, নাপিত রোবটটি যথেষ্টই কাজের। যারা চুলের যত্ন নিতে চান তারা এ রোবটটির কাছে মাথা পেতে দিলেই হবে! দক্ষ নাপিতের মতোই চুলের গোড়ায় ম্যাসাজ করা এবং শ্যাম্পু করার কাজটিও সেরে দেবে এ রোবট।
প্যানাসনিকের এ নাপিত রোবটটির হাতে মোট ২৪ টি আঙ্গুল রয়েছে। এ আঙ্গুলগুলো ব্যবহার করে মাথা ম্যাসাজ করা এবং সাবান দিয়ে মাথা ধুতে পারে রোবটটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment