ঊত্তর- এখনই ! এখনই ,হ্যা আবার রিপিট করছি এখনি । অবাক হবেন না বয়স আপনার যতই হোক না সত্তর বা ষোলো – জীবনের এই মুহূর্ত টাই আপনার কাছে সব থেকে সুখের হতে চলেছে- বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আসুন ব্যাখ্যা দিয়ে ফেলি –
Happiness is a voyage in life
তারপর ............
জীবন আবার বইতে শুরু করে ভিন্ন খাতে – মনে হয় কবে সন্তান সন্ততিরা তাদের কর্ম জীবনে প্রবেশ করবে ! তাদের নিজেদের পায়ে দাঁড়াবে ! তাদের গাড়ী হবে একট সুন্দর বাংলো হবে-সুখে সংসার পাতবে ! শুরু হবে কর্মজীবন থেকে আমাদের অখন্ড অবসরের সময়। কিন্তু হায় দুঃশ্চিন্তার আর শেষ কোথায় ? না ! এর কোন শেষ নেই যত দ্রুত আমরা এই উপলব্ধি করতে পারব – ততই বোধ হয় মঙ্গল।কারণ ;;;;; কারন একটা ই .........
The truth is that there is no better time to be happy than right now.
u If not, then when?
u Your life will always be full of challenges. It is better to admit as much and to decide to be happy in spite of it all.
u For the longest time, it seemed that life was about to start. Real life.
u But there was always some obstacle along the way, an ordeal to get through, some work to be finished, some time to be given, a bill to be paid. Then life would start.
মূল সত্য কি জানেন , আমরা সর্বদাই , সকলেই সুখী হওয়ার জন্য , সুখএর লক্ষে পৌঁছানোর জন্য রাস্তা খুঁজে বেড়ায় , কিন্তু ভুলে যাই মূল সার সত্য টিকে সেটি হল সুখএর লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো রাস্তা নেই কারন সুখ নিজেই একটি রাস্তা ............... কোনো গন্তব্য বা লক্ষ্য নয়।
u Stop waiting for school to end, for a return to school, to lose ten Rupees , to gain ten Rupees, for work to begin, to get married, for Friday evening, for Sunday morning, waiting for a new car, for your mortgage to be paid off, for spring, for summer, for fall, for winter, for the first or the fifteenth of the month, for your song to be played on the radio, to die, to be reborn… before deciding to be happy.
Happiness is a voyage, not a destination.
There is no better time to be happy than… NOW!
- Live and enjoy the moment.
আসুন , একটু চিন্তা করি –
নীচের প্রশ্ন গুলির একটু চিন্তা করে উত্তর দিন তো !
১। পৃথিবীর ৫ জন ধনী ব্যাক্তির পর পর নাম বলুন তো !
২।শেষ ৫ জন মিস ইউনিভার্স এর নাম বলুন তো!
৩। সম্প্রতি শেষ ১০ জন ব্যাক্তি যারা নোবেল পুরষ্কার পেয়েছেন তাদের নাম জানা আছে কি ?
৪/অস্কার এ সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন এমন দশ জন ব্যক্তির নাম জানা আছে?
কি খুব চিন্তায় পড়ে গেছি না ! সবগুলো প্রশ্নের এই মুহূর্তে ইয় উত্তর দেওয়া বোধ হয় একটু চাপের হয়ে গেল না ? কোনো চিন্তা নেই আপনি কেন আপনি –আমি বা আমরা কেঊই এট সহজে মনে রাখতে পারিনা । এটাই স্বাভাবিক ।কারন বাস্তব সত্য টা হল-
Applause dies away!
Trophies gather dust!
Winners are soon forgotten.
এবার আসুন নীচের প্রশ্ন গুলির একটু উত্তর দেওয়ার চেষ্ট করি-..................
১। ৩ জন এমন শিক্ষকের নাম বলুন তো যাদের কাছ থেকে শিক্ষা পেয়ে আপনি উপকৃত !
২। তিনজন এমন বন্ধুর নাম বলুন যারা আপনাকে আপনার দুঃসময়ে সাহায্য করেছে !
৩।আপনি যে স্পেশাল – এটা ভাবতে শিখিয়েছে এমন তিন বন্ধুর/ অভিভাবকের নাম করুন তো
৪/এমন ৫ জন লোকের নাম বলুন যাদের সাথে সুযোগ পেলে আপনি সময় কাটাতে চান !
কি ? এবার মনে হচ্ছে না এটা আগের থেকে অনেক সহজ...... কারণ কি জানেন ...
The people who mean something to your life are not rated “the best”, don’t have the most money, haven’t won the greatest prizes…
They are the ones who care about you, take care of you, those who, no matter what, stay close by.
You are not among the most “famous”, but among those to whom I remember to send this message…
আসুন একটি গল্প বলি ............
বেশ কিছু বছর আগের কথা ...... একবার সিয়াতেল অলিম্পিকে ৯ জন প্রতিবন্ধী অংশ গ্রহন করেছিল , তারা সকলেই ছিল মানসিক বা শারিরীক ভাবে প্রতিবন্ধী।তো রেস শুরু হল –সকলেই বাঁশি বাজার সাথে সাথে দৌড় শুরু করে দিল ...।
একজন খোঁড়া ছেলে দৌড়তে দৌড়তে হঠাৎ আছড়ে পড়ল মাটিতে ,যন্ত্রনায় কুঁকড়ে উ্ঠল তার মুখ! চিৎকার করে আকাশের পানে তাকিয়ে সে হতাশায় কেঁদে ফেলল !যে সকল দর্শকেরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছিলেন –এই আকস্মাৎ দুর্ঘটনায় থেমে গেল তাদের করতালির তান ! বাকি আট জন তার কান্না শুনে যখন উপলব্ধি করল তারা তাদের বেগ কমিয়ে দিল !
তারা সেই ছেলেটির যন্ত্রণাক্লিষ্ট মুখের দিকে তাকালো ? আবার দৌড় শুরু করল ? না ...... সকলকে অবাক করে দিয়ে তারা আট জনই ফিরে আসল ... সেই আট জনের দলের মধ্যে মারাত্মক মারণ ব্যাধিতে( ডাউন সিন্ড্রোম- (এটি একটি জেনে টিকাল ডিস অর্ডার) আক্রান্ত এক মেয়ে ছিল সেই মেয়েটি খোঁড়া ছেলেটিকে বুকে তুলে নিয়ে জড়িয়ে ধরে বলল .........
“Feeling better now?”
Then, all nine walked shoulder to shoulder to the finish line.
The whole crowd stood up and applauded. And the applause lasted a very long time…
People who witnessed this still talk about it.
Why?
Because deep down inside us, we all know that the most important thing in life is much more than winning for ourselves.
The most important thing in this life is to help others to win. Even if that means slowing down and changing our own race.
If you send this message, perhaps we will succeed in changing our heart, perhaps someone else’s heart, as well…
0 comments:
Post a Comment