এনডিটিভি জানায়, ডোলোরেস অ্যাপোলিনার নামে কথিত ওই স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৬ বছর বয়সী বেনিতো অ্যাপোলিনারকে সোমবার টেক্সাসের পেকোস থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেনিতো তার ফেইসবুকের পৃষ্ঠায় একটি মন্তব্য (স্ট্যাটাস) দিয়েছিলেন। কিন্তু ডোলোরেস অ্যাপোলিনার তাতে 'লাইক' দেন নি। এ কারণে বেনিতো কথিত স্ত্রী ডোলোরেসকে জানান, অন্যদের মতো ডোলোরেস এই স্ট্যাটাস পছন্দ (লাইক) না করায় সে খুব কষ্ট পেয়েছে।
পুলিশ জানায়, ওখান থেকেই দু'জনের মধ্যে মারামারির সূত্রপাত হয়। ওই ঘটনাটি ঘটেছে ডোলোরেসের বাড়িতে।
তবে বেনিতো জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment