নোবেল কমিটি বৃহস্পতিবার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। ৩০ বছরেরও বেশি সময় পর এই প্রথম সুইডেনের একজন দেশীয় কবি নোবেল পুরস্কার জিতলেন।
অল্প কথায় চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়ে সবাইকে নতুন করে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই কবি।
ট্রান্সট্রোমার এরআগেও বেশ কয়েক বছর ধরে নোবেল পুরস্কারের তালিকায় ছিলেন। গত ১০ বছরে ট্রান্সটোমার নোবেল পুরস্কার জয়ী ৮ম ইউরোপীয়।
৮০ বছর বয়স্ক এ সুইডিশ কবির কবিতায় মানুষ ও প্রকৃতি এবং চেতন ও অচেতনের মধ্যে সম্পর্ক বেশি প্রভাব বিস্তার করেছে।
তার কবিতাগুলো রহস্যঘেরা এবং বিষাদময়। নানামুখী চিন্তার প্রতিফলন ঘটেছে এতে। এগুলো অনুবাদও হয়েছে ৫০ টির বেশি ভাষায়। বেশির ভাগ কবিতায় অনুবাদ করা হয়েছে ইংরেজিতে।
অনুবাদ করেছেন ট্রান্সটোমারের বন্ধু স্কটিশ কবি রবিন ফুলটন এবং আমেরিকান কবি রবার্ট ব্লাই।
ট্রান্সটোমারের জন্ম স্টকহোমে ১৯৩১ সালের এপ্রিলে। ১৯৫৬ সালে তিনি মনোবিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন। তার প্রথম কবিতাসমগ্র 'সেভেনটিন পোয়েমস' প্রকাশিত হয় মাত্র ২৩ বছর বয়সে।
টোমাসের আগে বুধবার রসায়নে ইসরায়েলি এক গবেষক, মঙ্গলবার পদার্থবিদ্যায় যুক্তরাষ্ট্রের তিন জন এবং সোমবার চিকিৎসা বিজ্ঞানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়।
শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিশ্লেষকরা এবার দু'জন কবিকে এগিয়ে রাাখেন। ট্রান্সট্রোয়েমারের সঙ্গে সিরীয় কবি আলি আহমাদ সাইদ আসবারের নামও আলোচনায় ছিল। আলি আহমাদ অ্যাডোনিস নামেই বেশি পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment